অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম বন্দরে ৩০ সেকেন্ডের টর্ণেডো, লন্ডভন্ড কন্টেইনার ইয়ার্ড

1
.

টর্ণেডোর আঘাতে চট্টগ্রাম বন্দরে লন্ডভন্ড হয়ে গেছে কন্টেইনার ইয়ার্ড। নোঙ্গর ছিড়ে মাঝ নদীতে চলে গেছে একটি বিদেশী জাহাজ।  আজ বৃহস্পতিবার সকাল পেনৈ ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।  এতে অন্তত ৮ শ্রমিক আহত হয়েছে।

প্রত্যক্ষ্যদর্শীরা শিপিং এজেন্ট কর্মকর্তা আব্দুরে রাজ্জাক জানান, মাত্র ৩০ সেকেন্ডের শক্তিশালী টর্নেডোর আঘাতে বন্দরের জেটিতে বেঁধে রাখা ‘এমভি ওইএল স্ট্রেইটস’ নামের একটি কনটেইনারবাহী জাহাজ দড়ি ছিঁড়ে মাঝনদীতে চলে গেছে।

.

এ সময় বন্দরের অভ্যন্তরের সিসিটি ইয়ার্ডে অর্ধশতাধিক পণ্যভর্তি ও খালি কনটেইনার এলোমেলোভাবে পড়ে যায়। বন্দরের ৯, ১২ ও ১৩ নম্বর শেডের ছাউনি উড়িয়ে নিয়ে যায়। শেডে কর্মরত অন্তত ০৮ জন শ্রমিক আহত হন।  এসব সেডে থাকা বিভিন্ন পণ্য ভর্তি কন্টেইনার বৃষ্টিতে ভীজে নস্ট হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। টর্নেডোর সময় ভেঙে যায় ডক অফিসের সীমানা প্রাচীর।

.

টর্নেডোর বিষয়টি স্বীকার করে বন্দরের টার্মিনাল ম্যানেজার গোলাম মো. সারওয়ারুল ইসলাম বলেন, বৃহস্পতিবার (১৪ জুন) সকাল পৌনে নয়টার দিকে মাত্র ৩০ সেকেন্ড স্থায়ী টর্নেডো বন্দরের সিসিটি ইয়ার্ড এলাকায় আঘাত হানে। এ সময় কিছু পণ্যভর্তি ও খালি কনটেইনার এলোমেলোভাবে পড়ে যায়। জেটিতে অবস্থানরত একটি কনটেইনারবাহী জাহাজের দড়ি ছিঁড়ে ফেলে। কিছু শেডও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, টর্নেডো আঘাত হানার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। কনটেইনারগুলো আগের জায়গায় নিয়ে আসা হয়। জাহাজটিও জেটিতে ভেড়ানো হচ্ছে।

বন্দরের সচিব মো. ওমর ফারুক জানান, টর্নেডোর প্রভাবে উল্লেখযোগ্য পরিমাণে ক্ষয়ক্ষতি হয়নি। ইয়ার্ডে পড়ে যাওয়া কনটেইনারগুলো যথাস্থানে রাখা হয়েছে। এমভি ওইএল স্ট্রেইটস জাহাজটিও টাগ বোটের সহায়তায় পুনরায় জেটিতে আনা হয়েছে। শেডে আহত শ্রমিকদের প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

১ টি মন্তব্য
  1. Al Masud বলেছেন

    Momin Mamun