অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতা রনি কারাগারে

3
অধ্যক্ষ জাহেদকে মারধরের ফাইল ছবি।

চট্টগ্রামে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রনিকে কারাগারে পাঠিয়েছে আদালত। চট্টগ্রাম বিজ্ঞান কলেজে অধ্যক্ষ জাহিদ খানকে চাঁদার দাবীতে মারধরের ঘটনায় চকবাজার থানায় দায়ের করা মামলায় জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

আদালত সুত্রে জানাগেছে, চাঁদাবাজির মামলায় উচ্চ আদালত থেকে ৪ সপ্তাহের জামিন পাওয়ার পর আদালতের নির্দেশে আজ চট্টগ্রামের নিম্ম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম ওসমান গণির অাদালত তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণের এ আদেশ দেন।

জাহেদ খানকে মারধরের সেই ফাইল ছবি।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউসন) কাজী সাহাবুদ্দীন আহমেদকে পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে ৫ হাজার টাকা অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে গত (৩১ মার্চ) চট্টগ্রাম বিজ্ঞান কলেজের শিক্ষককে অবরোধ করে রনির অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় অতিরিক্ত আদায় করা ফি ফেরত দিতে বাধ্য করেন। এসময় কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর করেন রনি। সিসিটিভির ক্যামেরায় সে মারধরের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় কলেজ কতৃপক্ষ।

এ নিয়ে সিএমপির চকবাজার থানায় রনিসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন অধ্যক্ষ জাহিদ খান।

*চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষকে ছাত্রলীগ নেতা রনি’র কিল-ঘুষি (ভিডিও)

৩ মন্তব্য
  1. Saiful Islam Shilpi বলেছেন

    জেনেই করেছি ভাই…মিথ্যা না, নিউজটা পড়েন।

  2. Salehnoor Salehnoor বলেছেন

    ছবি দিয়ে জায়েজ করতেছেন? সত্য মিথ্যা সবই বুজে,মানুষ এত বোকা না।

    1. Paathok.News বলেছেন

      ছবি দিয়ে জায়েজ মানে..? রণিকে জেলে পাঠায় নাই.?😜