অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাঙামাটিতে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ’র ৩ জন নিহত

1
.

আলমগীর মানিক, রাঙ্গামাটি
রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকের করল্যাছড়ি এলাকায় ইউপিডিএফ দুই পক্ষের বন্দুক যুদ্ধের ঘটনায় ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর ৩ জন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতরা হলেন সুশীল চাকমা, স্মৃতি চাকমা, অটল চাকমা। আহত ব্যক্তির নাম কানন চাকমা।

পুলিশ জানায়, আজ ভোর রাত ৪ টার দিকে উভয় পক্ষের মাঝে গোলাগুলি শুরু হয়। প্রায় ঘন্টা ব্যাপী বন্ধু যুদ্ধে এই হতাহতের ঘটনা ঘটে।

.

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আনোয়ার জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুল ইউপিডিএফ এবং গণতান্ত্রিক ইউপিডিএফ দীর্ঘ দিন ধরে এলাকায় অবস্থান করছিলো।

আজ ভোর রাত ৪ টার দিকে উভয়পক্ষের মাঝে গোলাগুলি শুরু হয়। গোলাগুলির ঘটনায় মুল ইউপিডিএফ এর ৩ কর্মী নিহত হয় এবং কানন চাকমা গুরুতর আহত হন। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে তিনি জানান।

১ টি মন্তব্য
  1. Solaiman Mohammad বলেছেন

    সবুজ পাহাড় রক্তে লাল হচ্ছে । প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমায়।