অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ঈদে নগরীর শপিং মলে কাপড়ের দাম স্থিতিশিল রাখতে ভ্রাম্যমান আদালত

0
.

কাঁচাবাজার, ফলের দোকানের পর ঈদকে সামনে রেখে এবার কাপড়ের দোকানের দাম স্থিতিশিল রাখার লক্ষ্যে শপিং মলে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামর নগরির অভিজাত বিপনি বিতান মিমি সুপার মার্কেটে এ অভিযান চালায়। প্রথম দিনের মতো এ অভিযানে কাউকে জরিমানা করা না হলেও কয়েকটি দোকানের মালিককে সতর্ক করা হয়। এসময় পন্য ক্রয়ের পাইকারি রশিদ দোকানে রাখার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

অভিযান অব্যাহত থাকবে জানিয়ে জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ইসলাম বলেন, দোকানের সামনে বা মার্কেটের সামনে একটি অভিযোগ বক্স রাখতে হবে। এছাড়া সরকারি কঠোর নির্দেশিকা ফলো করে পন্যের মান বা মূল্য নিয়ে যেকোন আভিযোগ এই বক্সে এবং প্রশাসনকে জানানোর জন্য জনসাধারনকে আহ্বান জানান তিনি।

অভিযানে ভোক্তা আধিকার সংস্থা ক্যাব ও চট্টগ্রাম চেম্বারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।