অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

দখল দুষণ ও পলি ভরাটে বিপন্ন কর্ণফুলী

1
.

কারখানার বিষাক্ত রাসায়নিক বর্জ্যে ভয়াবহ দূষণ ও পলি পড়ে ভরাট হয়ে এমনিতেই বিপন্ন প্রাণদাত্রী নদী কর্ণফুলী। সেই সঙ্গে চলছে অবৈধ দখলের প্রতিযোগিতা। এক সময়ের ভরা যৌবনা বাংলাদেশ-ভারতের আন্তঃসীমান্ত নদী কর্ণফুলী এখন দখলদারদের দৌরাত্ম্যে অনেকটাই অস্তিত্ব সংকটে। তীরজুড়ে বিস্তীর্ণ ভূ-সম্পত্তির মালিক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

তাই বন্দরের লাইটারেজ জেটির ঘাট ও জায়গাগুলো প্রতিনিয়ত নদীর বুকের দিকে এগিয়ে যাচ্ছে। নাব্যতা ও গতিপথ রক্ষায় নদীশাসন, নিয়মিত ড্রেজিং ও দূষণরোধ জরুরি হলেও দীর্ঘদিন ধরে তা উপেক্ষা করা হচ্ছে। বরং জমির দাম বাড়ার সাথে সাথে চলছে ভরাট ও দখলের প্রতিযোগিতা। বন্দরের মূল্যবান জমি ইজারার আড়ালে হাতছাড়া করা হয়েছে ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থে। নেপথ্যে বিপুল অংকের অর্থ অবৈধ লেনদেনেরও অভিযোগ রয়েছে।

কর্ণফুলীকে দখল ও দূষণমুক্ত রাখতে তিনদিনব্যাপী সাম্পান খেলা ও চাঁটগাইয়া সংস্কৃতি মেলার দ্বিতীয়দিনে বক্তারা এসব অভিযোগ করেন। তারা কর্ণফুলী নদী রক্ষায় হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবিও জানান। বুধবার দ্বিতীয় দিনে কর্ণফুলি রক্ষায় সচেতনার লক্ষ্যে সাম্পান শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমীর আয়োজনে ও কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সহযোগীতায় ব্যাতিক্রমী এ র‌্যালিতে প্রায় তিন শতাধিক নৌকা অংশগ্রহণ করে। বেলা সাড়ে ১১টায় নগরীর অভয়মিত্র ঘাট থেকে বন্দর হয়ে র‌্যালিটি পুনরায় অভয়মিত্রঘাটে এসে শেষ হয়। র‌্যালির পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাসুদ উল হাসান প্রধান অতিথির বক্তব্য রাখেন।

.

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কর্ণফুলী নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এ দেশকে বিশ্ববাসী চিনে নদী মাতৃক দেশ হিসেবে। কর্ণফুলীর মতো গুরুত্বপূর্ণ নদীটি দখল-দুষণ মুক্ত করতে আরও সক্রিয় হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আহবান জানান। এছাড়া কর্ণফুলী দখল-দূষণের নির্দিষ্ট অভিযোগ পেলে প্রতিরোধ করতে সিএমপি পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।

কর্ণফলী নদীর উভয় তীরের ত্রিশটি ঘাটে এবং নদীর তীরস্থ জনবসতী ঘিরে আলোচনা, নাচ, গানের মাধ্যমে কর্ণফুলী নদীকে স্বচ্ছ রাখতে নদী ব্যবহারকারীদের সচেতন করতেই প্রতি বছরের ন্যায় ৩ দিনের এই অনুষ্ঠান আয়োজন করেন কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যান সমিতি ফেডারেশনের তত্ত্ববধানে চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমি।

.

তিন দিন ব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনের সাম্পান র‌্যালিতে অংশগ্রহণ করে সাম্পানে তৈরি মঞ্চ থেকে সরেজমিনে কর্নফুলি তীর ঘুরে দেখা যায়, কল কারখানার বিষাক্ত রাসায়নিক দ্রব্য ও নগরবাসীর বিভিন্ন বর্জ্য খাল ও নর্দমা দিয়ে সরাসরি মিশে যাচ্ছে নদীর পানিতে। এতে পানি ক্রমেই হয়ে উঠছে বিষাক্ত। হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ প্রাণী।

অন্যদিকে সরকারি দলের বিভিন্ন সংগঠনের দাপট দেখিয়ে এবং প্রভাবশালীদের নাম ব্যবহার করে যথেচ্ছভাবে রাতারাতি সারি সারি বাড়ি-ঘর বানিয়ে কর্ণফুলীর তীরভূমি বেদখল করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, এর পেছনে তৎপর রয়েছে একেকটি ভূমিদস্যু চক্র। কথিত সমিতির নামে চলে প্লট বেচাকেনা। প্লটের ব্যবসায় অপরিকল্পিত বালি তোলার কারণে নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে।

এদিকে নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় নতুন ফিশারিঘাট এলাকায় দেখা যায় মাটি ভরাটের কাজে ব্যবহৃত হচ্ছে স্ক্যাবেটর। দক্ষিণ চট্টগ্রামের মানুষের অন্যতম চলাচলের পথে প্রায় প্রতিদিনই চোখে পড়ে এক দুইটি স্ক্যাবেটর। এ বিয়ে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, এগুলো দিনের বেলায় অচল অবস্থায় পড়ে থাকে, রাতের গভীরে প্রভাবশালী মহলের যোগসাজশে বিভিন্ন স্থানের বর্জ্য ও মাটি এনে স্ক্যাবেটরের সাহায্যে নদীর তীর ভরাট করতে ব্যবহৃত হয়।

এছাড়া ওই এলাকায় রাতের আধারে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আর সমিতির নামেও নদী ভরাটের মহোৎসব চলে বলে জানিয়েছেন স্থানীয়রা। এমনিতেই নদীর তীর দখল করে নির্মাণ করা হয়েছে নতুন ফিশারি ঘাট। তাদের দাবি অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ পুরোপুরি বন্ধ করা না হলে কর্ণফুলীর নাব্য হ্রাস রোধ করা কোনোভাবেই সম্ভব নয়।

চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমি চেয়ারম্যান আলীউর রহমান বলেন, প্রায় দেড় যুগ আগে জাপানের সহায়তায় নির্মিত চট্টগ্রামের মৎস্য বন্দরটি বন্ধ করে একটি কুচক্রিমহল তাদের স্বার্থের জন্য নদীর তীর দখল করে নতুন ফিশারিঘাট নির্মিত করেছে। তিনি দখল ও দুষণমুক্ত রেখে পরিকল্পিত একটি ফিশারিঘাট নির্মাণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, আজ একটি নদী রক্ষার জন্য শত শত সাম্পান মাঝিরা নিজেদের দৈনন্দিন কার্যক্রম বন্ধ করে একত্রিত হয়েছে। কর্ণফুলী সঠিক শাসন করতে বন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন মনে করেন তিনি।

কর্ণফুলী নদী বিশেষজ্ঞ অধ্যাপক ইদ্রিস আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, একটি নদীর প্রতি একটি দেশের এত অবহেলা বিশ্বের আর কোন দেশে আছে কিনা আমার জানা নেই। আনাড়ি অজ্ঞ একটা কোম্পানীকে ড্রেজিংয়ের দায়িত্ব দেয়া হয়েছিলো তারা আরো বেশি ক্ষতি করেছে। কর্ণফুলি নদী আরো ছোট করে তারা পালিয়ে গেছে। এরপরও কর্ণফুলী বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই শ্লোগান এখন বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে উঠছে। বন্দর, জেলা প্রশাসন ও সংশ্লিষ্টরা একটু আন্তরিক হলেই দখল ও দুষণ মুক্তের হাত থেকে কর্ণফুলি রক্ষা সম্ভব বলে মনে করেন তিনি। তিনি ক্ষুদ্ধ সুরে জেলা প্রশাসন ও বন্দরের কাছে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা থাকার পরও কর্ণফুলি নদী দখল মুক্ত হচ্ছে না কেন? তিনি আগামী এক মাসের মধ্যে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান নতুবা লাগাতার আন্দোলনে যাবার ঘোষণা দেন তিনি।

সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, সাম্পান শোভাযাত্রার উদ্বোধক ডায়মন্ড সিমেন্ট পরিচালক হায়দার আলী রণি, সদরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নেজাম উদ্দিন আহমেদ, কর্ণফুলী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন উপদেষ্টা ইঞ্জিনিয়ার মির্জা মোহাম্মদ ইসমাইল, কেন্দ্রীয় যুবলীগ নেতা জাহেদুল আলম রাসেদ, কর্ণফুলী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন সম্পাদক শাহ আলম, চরপাথরঘাটা সাম্পান মাঝি কল্যাণ সমিতির সভাপতি জাফর আহম্মদ প্রমুখ। অনুষ্ঠানের তৃতীয় দিন বৃহস্পতিবার (১০ মে) বিকেল তিনটায় অভয়মিত্র ঘাট থেকে চরপাথরঘাটা সিডিএ মাঠ এলাকায় সাম্পান খেলা ও চাঁটগাইয়া সংস্কৃতি মেলা অনুষ্ঠিত হবে।

১ টি মন্তব্য
  1. Arafat Rabbi বলেছেন

    বেশিদিন লাগবে না ধ্বংস হতে।