অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাফর চৌধুরীর ইন্তেকাল

0
জাফর আহমদ।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামারা নিবাসী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ব্রিটিস বিরোধী আন্দোলনের নেতা জাফর আহমেদ চৌধুরী (৯২) আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল শুক্রবার সকালে নামাজে জানাজা শেষে ঘোড়ামরা গ্রামেন পারবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মরহুম জাফর আহমেদ চৌধুরী শিপ ব্রেকিং ও পোশাক শিল্প ব্যবসায় সম্পৃক্ত ছিলেন।

এদিকে সমাজসেবক ও শিক্ষানুরাগী জাফর চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন চট্টগ্রাম ৪ আসনের সংসদ আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব এস এম আল মামুন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আ ম ম দিলসাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল বাকের ভূইয়া, বিএনপি নেতা দিদারুল ইসলাম মাহমুদ,সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনির আহমেদ, সাবেক চেয়ারম্যান নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী, মুক্তিযোদ্ধা মোতাহের হোসেন চৌধুরী।