অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবিতে শিক্ষার্থীর ওপর হামলা, চমেকে ভর্তি, ট্রেন চলাচলে বাধা

0
.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় স্থানীয়দের হামলায় সাজ্জাদ হোসেন শাওন নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন।  শনিবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের পাশে এই ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ট্রেন অবরোধের চেষ্টা করে শিক্ষার্থীরা।

আহত শিক্ষার্থীর শাওন প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক)ভর্তি  করা হয়েছে। তিনি দর্শন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, ‘বহিরাগতদের হামলায় একজন শিক্ষার্থী আহত হয়েছে বলে আমরা শুনেছি। তবে কারা হামলা করছে তা চিহ্নিত করতে পারেনি হামলার শিকার শিক্ষার্থীর বন্ধুরা।  আমরা পুলিশ প্রশাসনকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে বলেছি।’

তিনি বলেন, ‘রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয়রা প্রীতিলতা হলের পাশেেএক শিক্ষার্থীর ওপর হামলা করে মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করে দুর্বৃত্তরা।  তার মাথায় আঘাত করা হয়েছে।’

চবি মেডিকেলের দ্বায়িত্বরত চিকিৎসক টিপু সুলতান বলেন, ‘দর্শন বিভাগের শাওন নামে এক শিক্ষার্থীকে মেডিকেলে আনা হয়েছিল। তার মাথায় আঘাত করা হয়েছে।  আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে পাঠিয়েছি।’

এদিকে চবির শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলা ও ছিনতাইয়ের ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২০ মিনিট ট্রেন অবরোধ করে রাখে এবং সিএনজি চলাচলে বাধা দেয়। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।