অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ভুমি প্রতিমন্ত্রীর বাসায় মারামারি, ৫ জন আটক

0
.

নগরীর কোতোয়ালী থানার সার্সন রোড় এলাকায় ভুমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বাসায় একটি বৈঠক চলাকালে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করেছে। তাদের কোতোয়ালী থানায় নেয়া হয়েছে।

আজ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় আহত সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সুশীল ধর চান্দু রাতে কোতোয়ালী থানায় মামলা দায়ের করলে পুলিশ ৫ জনকে গ্রেফতার দেখায়।

গ্রেফতারকৃতরা হলেন, মেঘনা ব্যাংকের পরিচালক সঞ্জিব কুমার সিংহ, অমিত দাশ, রুপেশ দত্ত, নিহার কুমার দত্ত ও অসিম মহাজন।

কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভূমি প্রতিমন্ত্রীর সার্সন রোড়ের বাসায় রাতে জায়গাজমি বিরোধ সংক্রান্ত শালিশ চলাকালে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে শুনেছি। আমি ছিলম না।  আমাদের খবর দেয়ারপর পুলিশ পাঠিয়েছি। তারা ৪ জনকে আটক করে নিয়ে এসেছে। বিস্তারিত এখনো জানি না।

ঘটনাস্থলের থাকা কর্ণফুলী থানার ওসি সৈয়দ মোস্তফা পাঠক ডট নিউজকে বলেন, আনোয়াারা উপজেলার জায়গা জমির বিরোধ নিয়ে দুপক্ষ আজ সন্ধ্যার পর থেকে মাননীয় মন্ত্রীর বাসায় বৈঠকে বসেন। বৈঠক চলাকালে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হলে মন্ত্রী থামাতে ব্যর্থ হয়ে পুলিশ ডাকলে কোতোয়ালী থানা পুলিশ ৪ জনকে আটক করেছে। তাদের নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।

এদিকে বৈঠকে উপস্থিত থাকা দক্ষিণ জেলা ছাত্রলীগের এক নেতা পাঠক ডট নিউজকে বলেন, মেঘনা ব্যাংকের পরিচালক সঞ্জিব কুমার সিংহ ও আনোয়ারা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুশীল ধর চান্দুর সাথে দীর্ঘদিন জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ মন্ত্রীর বাসায় উনার উপস্থিতিতে শালিশ চলাকালে সঞ্জিব সিংহ এর পক্ষে নগরীর পাথরঘাটা এলাকার অমিত নামে এক যুবক মন্ত্রীর সামনে প্রতিপক্ষ সুশীল ধর চান্দুর লোকজনের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করলে মন্ত্রী তাকে থাকার জন্য বারবার নির্দেশ দিলেও সে মারমুখি আচরণ করতে থাকে। শেষ পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী উঠে তাকে শার্টের কলার চেপে ধরে থাপ্পর মারে। এর পর পরই উপস্থিত লোকজন তাকে গণধোলাই দেয়। পরে তাকেসহ সঞ্জিব সিংহ পক্ষের ৫ জনকে পুলিশের হাতে সোপর্দ করেন।

উল্লেখ্য ভুমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান বাসায় এর আগেও একাধিকবার এ ধরণের মারামারির ঘটনা ঘটেছে।  ২০১৬ সালের ২৭ আগস্ট শুক্রবার রাতে এধরণের শালিশী বৈঠকে সংঘর্ষের ঘটনায় ৩ জন ছুরিকাঘাতে আহত হয়েছিলেন।