অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

তুলুম প্রতিযোগিতায় চলছে জব্বারের বলিখেলা

1
.

চট্টগ্রামের লালদীঘির ময়দানে ঐতিহাসিক আবদুল জব্বারের ১০৯তম বলীখেলার (কুস্তি প্রতিযোগিতা) শুরু হয়েছে।  তুলুম লড়ায়ের মধ্যে খেলায় অংশ নিয়েছে বলিরা।  আজ বুধবার বিকেল ৪টায় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

.

এবারের মেলায় ১০২ জন প্রতিযোগি মেলায় অংশ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র নাছির উদ্দিন তার বক্তব্যে বিশাল এবং ঐতিহ্যবাহি এ মেলাকে আগমীতে আরো বিশাল আকারে ছড়িয়ে দেয়ার জন্য নানা উদ্যোগের কথা জানান।তিনি এ বছর থেকে বলি তৈরীর জন্য একটি প্রশিক্ষণ একাডেমী প্রতিষ্ঠার কথা জানান।  এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

.

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাসুদুল হাসান।  বক্তব্য রাখেন, স্পন্সর প্রতিষ্ঠান বাংলালিংক কর্মকর্তা সৌমেন মিত্র,মরহুম আব্দুল জব্বারের দৌহিত্র শওকত আনোয়ার বাদল, কমিশনার জহুরুল হক হাজারী।

প্রতিযোগিতায় মালেক কমিশনারের নেতৃত্বে ৪ জন রেফারী দায়িত্ব পালন করছে।

এদিকে মেলা দেখতে প্রচন্ড রোদ ও গ্রীস্মের তাপদাহ উপেক্ষ করে হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছে লালদীঘি মাটের চতুর দিকে।