অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রনিকে অব্যাহতির প্রতিবাদে শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগের মানববন্ধন পালিত

1
.

চট্টগ্রাম মহানগর ছাত্রলগের সাধারণ সম্পাদক পদ থেকে নুরুল আজিম রনিকে অব্যাহতি দেয়ার প্রতিবাদ এবং সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে মানববন্ধন পালন করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর জেলা শিল্পকলা একাডেমী’র সামনে মহানগরের স্কুল ও কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেছেন, নুরুল আজিম রনি একটি আদর্শিক পাঠশালার নাম। সাবেক মেয়র চট্টলবীর প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর আদর্শিক পাঠশালায় প্রতিষ্ঠিত রনি কখনো অন্যায়ের কাছে মাথানত করেনি। তাই, একের পর এক ষড়যন্ত্রের চাপাকলে পিষ্ঠ তিনি। বক্তারা বলেন, যতই ষড়যন্ত্র আর ঝড় আসুক, কোন ধরনের ষড়যন্ত্র শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন থেকে নুরুল আজিম রনি’র অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারবেনা।

ছাত্রলীগ নেতা সাজ্জাদুল ইসলাম সোহাগ’র সভাপতিত্বে ও সাফায়েত ফাহিম’র সঞ্চালনায় মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন, মুসলিম হাই স্কুলের ছাত্র তানভীর হোসেন, আসিফ অনিক, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. কাফী, মো. সজীব, কলেজিয়েট স্কুলের ছাত্র শেখ ফাহিম, শাহ্ ওয়ালিউল্লাহ ইন্সটিটিউট’র ছাত্র মুশফিক হায়দার, প্রবর্তক স্কুলের ছাত্র ধ্রুব ভট্টচার্য, রাহুল ভট্টচার্য, বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র এমরান ইমু, আইয়ুব বিবি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. রাসেল, পলিটেকনিক ইনষ্টিটিউট এর ছাত্র সাঈদ বিন আবদুল্লাহ ও লামা বাজার স্কুলের ছাত্র মো. সুমন।

এ সময় মানববন্ধন কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন সাবেক নগর ছাত্রলীগ নেতা খোরশেদ আহমেদ জুয়েল, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আলী রেজা পিন্টু, নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সামদানি জনি, সাবেক ছাত্রলীগ নেতা তোসাদ্দেক নূর চৌধুরী তপু, উপ সম্পাদক আবদুল হালিম মিঠু, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য নাদিম উদ্দীন, আমিনুল করিম, আব্দুল্লাহ আল জোবায়ের হিমু, নগর ছাত্রলীগের উপ-সম্পাদক এম. আর হৃদয়।

মানববন্ধনে  উপস্থিত ছিলেন ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ মামুন, আশেকুন নবী আশিক, সুলতান মাহমুদ ফয়সাল, শফিকুল ইসলাম শফিক, নুরুন্নবী সাহেদ, রফিক হোসেন পায়েল, আবদুল্লাহ আল আহাদ, তানভীর হাসান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, মনির ইসলাম, কমর উদ্দিন, খাদেমুল ইসলাম দূর্জয়, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা কাজী নাঈম, মায়মুন উদ্দিন মামুন, আনোয়ার পলাশ, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা খোরশেদ আলম, শাহজাদা চৌধুরী, আবু রায়হান রাব্বী, ১৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিক, বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা ঐশিক পাল জিতু, ইনজামুল হক ইমু, জামালখান ওয়ার্ড ছাত্রলীগ নেতা জোবাইদুল আলম আশিক প্রমুখ।

১ টি মন্তব্য
  1. Nur Muhammad Mannan বলেছেন

    জি.এস আমিনুল করিম