অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নগরীতে ১১ হাজার ইয়াবাসহ পাচারকারী গ্রেফতার, মোটর সাইকেল জব্দ

0
.

চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন চরফরিদ, চরলক্ষ্যা হযরত তৈয়ব শাহ সিএনজি লিমিটেড এর সামনে অভিযান চালিয়ে ১১ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭
গতকাল রবিবার রাত পৌনে ১২টার দিকে র‌্যাব এ অভিযান চালায়। এসময় একটি কালো রংয়ের মোটর সাইকেল জব্দ করেছে র‌্যাব-৭

সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতনিুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ইয়াবা পাচারকারীর নাম মোঃ সোহেল মিযা (২০), পিতা-মোঃ চাঁন মিয়া,

র‌্যাব-৭, চট্টগ্রাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী পটিয়া থেকে একটি মোটর সাইকেল যোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে।

উক্ত তথ্যের ভিত্তিতে স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে র‌্যাবের একটি দল উল্লেখিত এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করতে থাকে। এ সময় পটিয়া হতে চট্টগ্রামগামী একটি কালো রংয়ের মোটর সাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব সদস্যরা মোটর সাইকেলটিকে থামানোর নিদেশ দেয়। কিন্তু মোটর সাইকেলটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে চালক সোহেল মিযাকে ধরে ফেলে।
পরে তার শরীর এবং মোটর সাইকেলটি তল্ল­াশী করে মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ১১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৫৫ লক্ষ টাকা।