অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে দুই লক্ষ টাকার অবৈধ কাঠসহ পিকআপ জব্দ 

0
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনে পিকআপ সহ অবৈধ কাঠ আটক করা হয়েছে।
আজ (১১ এপ্রিল) সকাল ৭ টার সময় বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বখতিয়ার নূর সিদ্দিকী ও ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশন কর্মকর্তা আরিফুল ইসলাম এর নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় অভিনয় কায়দায় বনজদ্রব্য পাচারকালে অবৈধ বনজদ্রব্য সহ একটি পিক আপ  (চট্ট মেট্রো ন-১১-৩২৮১) জব্দ করা হয়। জব্দকৃত বনজদ্রব্যের মূল্য দুই  লক্ষ টাকা।
সহযোগী ষ্টেশন কর্মকর্তা খোন্দকার মনিরুল ইসলাম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আমরা পিকআপটি আটক করি। উক্ত পিকআপে কাঠ রেখে উপরে গাছের পাতা ভর্তি বস্তা রেখে অভিনব কায়দায় কাঠ পাচার করছিল। তবে কাউকে আটক করা যায়নি। এই বিষয়ে বন আইনে বিভাগীয় মামলা দায়ের করা হবে।