অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কোটা সংস্কারের ইস্যূতে এবার শাটল ট্রেন অবরোধ  

0
.

সরকারি চাকরিতে কোটা সংস্কারের ইস্যূতে চট্টগ্রামে উত্থাল হয়ে উঠেছে।  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবী এবং ঢাকায় অান্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে ক্লাশ বর্জনের পাশাপাশি এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলাচলকারী শাটল ট্রেন অবরোধ করেছে।

আজ সোমবার সকাল কয়েক’শ শিক্ষার্থী নগরীর ষোলশহর স্টেশনে রেললাইনের উপর দাঁড়িয়ে কোটা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন অবরোধ করেছে।
রেলওলে সুত্রে জানাগেছে,  সকাল ৮টা, সাড়ে ৯টায় দুটি ট্রেন ছেড়ে গেলেও সাড়ে ১০টার শাটলটি বাধার কারণে ষোলশহর স্টেশন ছেড়ে যেতে পারেনি।
ষোলশহর স্টেশনের মাস্টার সাহাব উদ্দিন জানান, সরকারী চাকুরীতে কোটার বিষয় নিয়ে আন্দোলনরত শিক্ষাথীরা ‘সাড়ে ১০টার ট্রেনটি আটকে দিয়েছে।  বর্তমানে তারা বিক্ষোভ করছে।  পুলিশ এসে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে।’ দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্রধান সমন্বয়কারী মো. আরজু সাংবাদিকদের বলেন, ঢাকার শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ ও ছাত্রলীগ হামলা করেছে অনেককে আহত করেছে।  এ প্রতিবাদে আমরা চবিতে আজ ক্লাশ বর্জন করেছি।  ঢাকার সাথে একাত্মতা প্রকাশ করে  শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি।  দাবি না মানলে কঠোর আন্দোলনে বাধ্য হব।