অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মুস্তাফিজ ম্যাজিকে ২৪ রানে জয়ী সাসেক্স

0

mustafizur-rahman-bangladesh-cricketer

ইংল্যান্ড এর নেটওয়েস্টও মুস্তাফিজ কীর্তি! তার দল সাসেক্স জিতলো ২৪ রানে আর মুস্তাফিজের অবদান চার ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট। প্রথমেই ব্যাটিং করতে নেমে মুস্তাফিজের দল সাসেক্স ২০ ওভারে সংগ্রহ করে ২০০ রান। পরবর্তীতে ব্যাটিং করতে নেমে এসেক্স এর সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১৭৬। খেলা শেষে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মুস্তাফিজুর রহমান।

প্রথমেই টসে জিতে এসেক্সের রবি বোপারা বেট করতে পাঠায় মুস্তাফিজের সাসেক্স’কে। ব্যার্টিং এ নেমেই ক্রিস নাশ এবং অধিনায়ক লুকে রাইট এর অসাধারণ শুরুতে প্রথম জুটি থেকে রান আসে ৪৩। এরপর একে একে ফিলিপ সল্ট রস টেইলরও রানের গতি ধরে রাখে। সাসেক্স এর পক্ষে ম্যাচ উইনিং রান এনে দেয় ক্রিস জর্ডান। প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সাসেক্স সংগ্রহ করে ২০০ রান। এর মধ্যে ২৮ বলে অসাধারণ এক ব্যাটিং নৈপূণ্যে ৪৫ রান করে দলকে ২০০ রান করতে সহায়তা করেন ক্রিস জর্ডান।

Mustafiz-news-bg20160722002404

২০০ রান তারা করতে প্রথমে ব্যাট হাতে মাঠে নামেন ডেন লরেন্স ও নিক ব্রাউনি। পথম ওভার যেতে না যেতেই দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ক্যাচ তুলে দেন নিক ব্রাউনি, তাইমাল মিলস এর বলে ক্যাচটি তালুবন্দি করেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় উইকেট জুটিতে ডেন লরেন্স এর সাথে টম ওয়েস্টলি ঘুরে দাড়ানোর চেষ্টা করেন। অনেকটা সফলতাও আসে। তবে ৭ম ওভারের শেষ বলে ওয়েস্টলি’কে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলে সাঁজঘরে পাঠান জফরা আরচার। এরপর অধিনায়ক রবি বোপারা চেষ্ঠা করলেও অপরপ্রান্ত ধরে রাখতে পারেনি ওপেনার লরেন্স, ১০ ওভারের তৃতীয় বলে তাঁকে এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন ওয়াট বিয়ার। এর পর অধিনায়ক জুটি বাঁধেন আসার জায়েদী’র সাথে, স্কোর খরা কাটিয়ে উঠতে না উঠতেই ১২১ রানের মাথায় ভূল বোঝাবুঝির খেসারত দিতে হলো আসার জায়েদী’কে, ফিলিপ সল্টের রান আউটের স্বীকার হলেন তিনি। এর পরবর্তী অংশে খেলা প্রায় পুরোপুরিই মুস্তাফিজের নিয়ন্ত্রনে ছিলো। অধিনায়ক রবি বোপারা’কে দিয়েই শিকার শরু করেন কাটার মাস্টার, ওভার তখন ১৫.২ রবি বোপারে’কে ফেরত পাঠান ৩২ রানে, তখন এসেক্স এর দলীয় সংগ্রহ ছিলো ১৩৪। এরপর ৩ বলের বেবধানে বোল্ড আউট করেন জেমস ফোস্টার এবং কালুম টেলরের। এরপর শেষ ওভারে টেনডোসকাটে’র উইকেট নেয় কাটার মাস্টার মুস্তাফিজ।

বল হাতে অসাধারণ নৈপূন্যের কারনে খেলার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বাংলাদেশের গর্ব কাটার মাস্টার মুস্তাফিজ।

মুস্তাফিজের দুর্দান্ত পারফর্মে জয় পাওয়ায় সাসেক্স নকআউট পর্বে উঠার স্বপ্ন দেখতে শুরু করেছে। টি-টোয়েন্টি ব্লাস্টের সাউথ গ্রুপে থাকা দলটি মোট ১২ ম্যাচের ৫টিতে জয় তুলে নিল। পাঁচটি ম্যাচ হারায় আর দুটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় মোস্তাফিজের দলটির সংগ্রহ বেড়ে দাঁড়ালো ১২ পয়েন্ট।