অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শৃঙ্খলায় আসছে চট্টগ্রামের অ্যাম্বুলেন্স সেবা

0

অবশেষ বন্দর নগরীর চট্টগ্রামে অ্যাম্বুলেন্স সেবা শৃঙ্খলায় আনার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বিআরটিএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ, অ্যাম্বুলেন্স মালিক সমিতির মতামতের ভিত্তিতে জনস্বার্থে নীতিমালাটি তৈরি করা হয়েছে। রোগী বা মরদেহ পরিবহনকে শৃঙ্খলায় আসতে উদ্যোগটি নিয়েছেন চট্টগ্রামের দৈনিক আজাদী কর্তৃপক্ষ।

এ্যাম্বলুন্সে নীতিমালা আগামী ২ এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। বৃহস্পতিবার (২২ মার্চ) নগর ভবনের কেবি আবদুচ ছাত্তার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটি মেয়র একথা জানান।

নীতিমালাটি প্রাথমিক ভাবে পাইলট হিসেবে তিন মাস চালু রাখার ঘোষণা দেন। এরপর পুনঃমূল্যায়নের ভিত্তিতে এটি চূড়ান্ত করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নীতিমালার মধ্যে রয়েছে বৈধ মালিকদের গাড়ি হাসপাতাল কর্তৃপক্ষের নিবন্ধনের আওতায় আনা, চমেক হাসপাতালে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা, ফ্রিজার ভ্যান, এসি ও নন এসি অ্যাম্বুল্যান্স ক্যাটাগরিতে সিরিয়াল দেওয়া, সর্বোচ্চ পাঁচটি গাড়ি হাসপাতাল পার্কিংয়ে রাখা, গন্তব্যে ব্রিজ, ফ্লাইওভার ও সড়কের টোল গ্রাহকের পরিশোধ করা, শৃঙ্খলা ভাঙলে গাড়ির নিবন্ধন বাতিল করে কালো তালিকাভুক্ত করা, গ্রাহকের অভিযোগ জানানোর জন্য হেলপ লাইন চালু করা ইত্যাদি।

পাঁচ স্তরে ভাড়া নির্ধারণ করা হয়েছে। ৫ কিলোমিটারের (কিমি) মধ্যে (আসা-যাওয়া ১০ কিমি), ১০ কিমির মধ্যে, ১৫ কিমির মধ্যে, বিমানবন্দর যাওয়া-আসা ৪৫ কিমি এবং আন্ত:নগর।

আন্তঃনগরে নন এসি ছোট গাড়ি (১৮০০ সিসির নিচে) ১ হাজার ৫০০ টাকা স্থির খরচের সঙ্গে প্রতি কিমিতে ১৪ টাকা। বড় গাড়ি (১৮০০ সিসি ও তার চেয়ে বেশি) ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। খরচের সঙ্গে প্রতি কিমিতে ১৭ টাকা। এসি ও ফ্রিজার ভ্যান ১ হাজার ৫০০ টাকা স্থির খরচের সঙ্গে প্রতি কিমিতে ১৯ টাকা। পাহাড়ি অঞ্চলে প্রতি কিমিতে ১০ শতাংশ বেশি। ফ্রিজার ভ্যানের ওয়েটিং চার্জ গন্তব্যে পৌঁছার পর প্রথম ঘণ্টা ফ্রি। এরপর গ্রাহকের বিদ্যুৎ ব্যবহারে প্রতি ঘণ্টায় ৩০০, পরিবহনের বিদ্যুৎ ব্যবহারে প্রতিঘণ্টা ৩৫০ টাকা। অক্সিজেনের জন্য নতুন সিলিন্ডার প্রতি ২০০ টাকা গ্রাহককে দিতে হবে।

এ সময় নীতিমালা প্রণয়ন কমিটি আহ্বায়ক চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন, কমিটির সদস্য দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক, চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, বিএমএ সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সল ইকবাল চৌধুরী, বিআরটিএ উপপরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।