অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

উখিয়ায় র‌্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত গ্রেফতার

0
.

কক্সবাজার জেলার উখিয়া থানাধীন মধুছড়া এলাকায় অভিযান চালিয়ে ৭টি দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেঠে র‌্যাব।

গতকাল সোমবার রাতে র‌্যাব-৭ এর মেজর মোঃ রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো- মৃত রফিককের ছেলে মোঃ করিম (৪৬), মৃত হাবিবুল্লার ছেলে মোঃ আমিন (২৬), নূর মোহাম্মদের ছেলে মোঃ শাকের (২০), মৃত নুর আলমের ছেলে মোঃ রশিদ (২১), আবু বক্কর ছেলে মোঃ নূর ইসলাম (২৬)।
তাদের কাছে থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- ২টি রামদা, ২টি কিরিচ, ৩টি ছোট দা।

র‌্যাব- ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন- র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ৭/৮ জন ডাকাত দল ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে র‌্যাবের একটি দল উখিয়া থানাধীন মধুছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এবং তাদের দেহ তল্লাশী করে অস্ত্রগুলো পাওয়া যায়। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন সময়ে উক্ত এলাকায় ডাকাতি করে এবং এলাকার লোকজনকে জিম্মি করে টাকা-পয়সা হাতিয়ে নেয়।

গ্রেফতারকৃতদের কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।