অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে স্ত্রী হত্যা হামলার আসামী পুলিশের সোর্স মোশাররফ গ্রেফতার

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামে

সীতাকুণ্ডে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়া পুলিশের সোর্স মোশারফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার (১৮ মার্চ) সকাল ১০ টার সময় বিশেষ কৌশলে নগরীর আকবর শাহ থানার পাক্কা রাস্তার মাথা এলাকার একটি ভাড়া বাসা থেকে সীতাকুণ্ড মডেল থানার এসআই ইকবালের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতা

রের পর তাকে চট্টগ্রাম আদালতে চালান দেওয়া হয়েছে এবং তার ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

জানা যায়, মোশারফ গত ৫ মার্চ তার স্ত্রী জাহানারাকে হত্যা করার পর থেকে তার শালীর সাথে নিয়মিত যোগাযোগ ছিল। বেশ কয়েকদিন যাবত তাদের মধ্যে আলোচনা চলছি যে, টাকার বিনিময়ে মামলাটি মীমাংসা করা হবে।

শালীর এমন আশ্বাসে মোশারফ সকালে শালীর ভাড়া বাসায় আসলে কৌশলে বাসায় ঢুকিয়ে বাহির থেকে তালা লাগিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে

থানায় নিয়ে যায়।

উল্লেখ, যে গত ৫ মার্চ দুপুরে সীতাকুণ্ডের সোনাইছড়ির ফকিরহাট এলাকায় ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করে মোশাররফ হোসেন। সে বার আউলিয়া হাইওয়ে পুলিশের সোর্স হিসেবে কাজ করলেও মূলত সে ইয়াবা ব্যবসায়ি বলে স্থানীয়রা জানান।

এসআই ইকবাল বলেন, মোশাররফকে আটকের পর কোর্টে প্রেরন করা হয়ে এবং ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।