অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

0
.

নেপালে বাংলাদেশী বিমান দুর্ঘটনায় ২৬ বাংলাদেশীসহ ৫২ জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় সারাদেশে আজ চট্টগ্রামসহ বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

 এ উপলক্ষে চট্টগ্রামের সরকারী বেসরকারী ও স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান স্কুল কলেজ হাসপাতাল ব্যবসা কেন্দ্রে জাতীয় পতাকা অর্ধ নির্মিত রাখা হয়েছে।

পাশাপাশি সাধারণ মানুষ কালো ব্যাজ ধারণ করে শোক পালন করছেন। এ ছাড়া আগামীকাল বাদ জুমা সারাদেশে মসজিদ মন্দির উপসনালয় সমুহে বিশেষ মুনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

এদিকে রাষ্ট্রীয় শোক ঘোষণা দেয়ায় আজ বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠান সমুহ পূর্ব ঘোষিত নানা অনুষ্ঠান স্থগিত আবার কোন কোন প্রতিষ্ঠান সংক্ষিপ্তভাবে পালন করছে।

পূর্ব ঘোষিত চট্টগ্রাম মহানগর বিএনপির সমাবেশে বিমান দুর্ঘটনায় নিহতদের স্বরণে কালো ব্যাজ ধারণের কর্মসূচি যোগ করা হয়েছে।

এদিকে রাষ্ট্রীয় শোক উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসকের, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) চট্টগ্রাম কাস্টমস হাউজ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, চট্টগ্রাম ওয়াসা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধ নির্মিত ও কালো পতাকা তোলা হয়েছে।

রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় মেরিন ফিশারিজ একাডেমি, চট্টগ্রামের ৩৬তম ব্যাচের ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেড বৃহস্পতিবারের (১৫ মার্চ) পরিবর্তে শনিবার (১৭ মার্চ) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ মাসুক হাসান আহমেদ।