অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে দুই গ্রুপের মারামারিতে জাপার সম্মেলন পণ্ড

2
.

দুই গ্রুপের হামলা মারামারি ও চেয়ার ছুড়াছুঁড়ির  ঘটনায় চট্টগ্রামে জাতীয় পার্টির বিভাগীয় কর্মী সমাবেশ পণ্ড হয়ে গেছে।

শুক্রবার বিকেলে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নেতৃবৃন্দের অনেক চেষ্টায়ও শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়নি। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০/২৫ জন।

দলীয় সুত্রে জানাগেছে, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে গোছানোর জন্য কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী এ সমাবেশের আয়োজন করা হয়েছিল।

.

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিকেলে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় কর্মী সমাবেশে সভাপতিত্ব করছিলেন দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি। প্রধান অতিথি ছিলেন বন ও পরিবেশমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, মাহমুদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক সোলায়মান আলম শেঠ, সাবেক সভাপতি মাহজাবীন মোরশেদ।

.

সভাস্থলে দু’পক্ষের পাল্টাপাল্টি স্লোগানের একপর্যায়ে শুরু হয় চেয়ার ছোড়াছুঁড়ি এবং ধাওয়া, পাল্টাধাওয়া। কেন্দ্রীয় নেতারা কর্মীদের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত সমাবেশ পণ্ড হয়ে যায়।

.

উল্লেখ্য, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টিতে কোন্দল দীর্ঘদিনের। নগর কমিটির দুই নেতা সোলায়মান আলম শেঠ এবং মাহজাবীন মোরশেদ এমপির অনুসারীদের মধ্যে এর আগেও সংঘর্ষ হয়েছে। সোলায়মান আলম শেঠ মহানগর জাতীয় পার্টির সভাপতি ছিলেন। এক পর্যায়ে কেন্দ্রীয় কমিটি তাকে সরিয়ে মাহজাবীন এমপিকে আহ্বায়ক করে। কিছুকাল এই দায়িত্ব পালনের পর ফের সোলায়মান আলম শেঠকেই নগর কমিটির আহ্বায়ক করা হয়। দুই নেতার কর্মী-সমর্থকের মধ্যে পরস্পরবিরোধী ক্ষোভ আগেও যেমন ছিল এখনও তেমনি রয়েছে। শুক্রবারের এ কর্মীসভায় দু’গ্রুপের পাল্টাপাল্টি শোডাউনও ছিল। এর জের ধরে এ সংঘর্ষের ঘটনা বলে দলের অভ্যন্তরীণ সূত্রে জানা যায়।

২ মন্তব্য
  1. M.a. Kader বলেছেন

    মহাজোট.!!

  2. Saiful Insaf বলেছেন

    দেশটাকে লুটপাট করে ভাগবাটোয়ারার প্রতিযোগিতায় কে আগে যাবে তা নিয়ে মারামারির বিকল্প ওরা খুঁজে পায় না।