অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাঙামাটিতে বেসরকারী শিক্ষক কর্মচারীদের প্রতীকি অনশন পালিত

0
.

জেলা প্রতিনিধিঃ রাঙামাটিঃ
বেসরকারী স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে রাঙামাটিতে প্রতীকি অনশন কর্মসূচী পালন করেছে রাঙামাটি শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ১২ থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কর্মসূচী পালন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, রাঙামাটি শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি মোঃ মঈন উদ্দীন, সাধারণ সম্পাদক নন্দলাল চাকমা, সদস্য মোছাম্মদ শিল্পী খাতুন ও দিপ্তী চাকমা।
এসময় বক্তারা বলেন, সরকারী বেসরকারী অর্থনৈতিক বৈষম্য বজায় রেখে মানসম্মত শিক্ষা আশা করা যায় না। তাই ৮ম পে-

স্কেল অনুযায়ী সরকারী স্কুল কলেজের শিক্ষকদের অনুরূপ বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসা ভাতা, বাড়ী ভাড়া, পুর্ণাঙ্গ উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা প্রদানসহ চাকুরী জাতীয়করণের জন্য সরকারের নিকট জোর দাবী জানান। তা না হলে ১৯ মার্চ ঢাকায় মহা সমাবেশের মাধ্যমে অবস্থান নিয়ে দাবী আদায়ের আন্দোলন চালিয়ে যাবেন তারা।