অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সিরিয়ায় রুশ বিমান বিধ্বস্ত, নিহত ৩২

0
,

সিরিয়ায় রাশিয়ান বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৩২ জনের প্রাণহানি হয়েছে। এ্যানটোনভ-২৬ নামের ওই বিমানটিতে ২৬ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার বিকাল ৩টায় লাটাকিয়া প্রদেশে রাশিয়ার বিমান ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

মন্ত্রণালয় থেকে বলা হয়, সিরিয়ার উপকূলবর্তী নগর লাতাকিয়ার কাছে মাইমিম বিমান ঘাঁটিতে অবতরণের সময় এএন-২৬ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

“মস্কো সময় বেলা ৩টায় (জিএমটি ১২)  রানওয়ে থেকে মাত্র ৫০০ মিটার দূরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে ২৬ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। তাদের সবাই মারা গেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।”

উড়োজাহাজটি গুলি করে ভূপাতিত করা হয়নি বলে নিশ্চিত করে রুশ কর্তৃপক্ষ আরও জানান, প্রাথমিক তথ্যানুযায়ী খুব সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।

কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা করছে রাশিয়া।

মাইমিম বিমান ঘাঁটি থেকেই মূলত রুশ জঙ্গিবিমানগুলো বিদ্রোহীর উপর হামলা চালায়।