অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

গুগলে ‘শীর্ষ সন্ত্রাসী’র তালিকায় নরেন্দ্র মোদি

0
0.34592100-1450848819-indian-pm-narendra-modi-russia-remains-our-principal-partner.jpg
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের শীর্ষ ১০ সন্ত্রাসীর তালিকায় উঠে এসেছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। বিষয়টি নিয়ে নাখোশ ভারতীয় কর্তৃপক্ষ।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, মঙ্গলবার গুগলের সিইও এবং ভারত শাখার প্রধানের বিরুদ্ধে নরেন্দ্র মোদিকে অপমান করার অপরাধে মামলা দায়ের করেছে ভারতের একটি আদালত। মামলায় গুগল ও এর বড় বড় কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

আদালতে এ সংক্রান্ত পরবর্তী শুনানি ৩১ আগস্টে অনুষ্ঠিত হবে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, পৃথিবীর শীর্ষ সন্ত্রাসীদের ছবির তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি আছে। গুগলকে এ ছবিগুলো সরিয়ে ফেলতে বলা হলেও কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নেয়নি।