অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

২২ জেলায় ডিসি বদল ‘নির্বাচনী নীলনকশা’: রিজভী

0
.

প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক নিয়োগ দিয়ে আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাঠ সাজাচ্ছে দাবি করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘২২ জেলার ডিসি রদবদল আওয়ামী লীগের নির্বাচনের আগাম নীলনকশা।’

সোমবার বিকেলে (২৬ ফেব্রয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

রিজভী বলেন, ‘কয়েকদিন আগে সরকারের সহযোগী হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘দেশে আগাম নির্বাচন হতে পারে।’ গতকাল ২২ জন ডিসি ও ২৯ জন এসপি নিয়োগ ও বদলি করা হয়েছে। এটা আগাম নির্বাচনের আলামত কী না সেটা নিয়ে মানুষের মধ্যে ধুম্রজাল তৈরি হয়েছে।’

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা (আওয়ামী লীগ) নিজেদের মতো করে যতোই নির্বাচনী মাঠ সাজান না কেন তাতে কোনও কাজ হবে না। কারণ বিএনপি ও বেগম জিয়া ছাড়া দেশে স্বচ্ছ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, জনগণই এ ধরনের নির্বাচন হতে দেবে না।’

গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের কঠোর সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ‘আমি বলতে চাই, ওবায়দুল কাদের সাহেব কি আওয়ামী লীগের সম্পাদকের পাশাপাশি জোনাল সামরিক শাসকের দায়িত্ব পালন করছেন। কারণ গণতন্ত্রে তো এ ধরনের ভাষা নেই। এখন হাসিনাতন্ত্র চলছে বলেই গণতন্ত্রহীন ভাষা প্রয়োগ করতে পারছেন ওবায়দুল কাদের সাহেবরা।’

বিএনপির এই মুখপাত্র আরও বলেন, ‘জনসমাবেশ, প্রতিবাদ সভা, মিছিল করা ইত্যাদি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। মানুষের অধিকার পুলিশের বিধি-নিষেধের ওপর নির্ভর করে না। এ অধিকারগুলো মানুষের জন্মগত। বাংলাদেশের সংবিধানের ৩৭ ও ৩৯ অনুচ্ছেদে সমাবেশের অধিকার এবং চিন্তা ও মত প্রকাশের অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।’

সমাবেশের জন্য পুলিশের অনুমতি নিতে হয় এমন নজির পৃথিবীর কোনও দেশে নেই দাবি করে তিনি বলেন, ‘অপরাধ দমনের জন্য জনগণের টাকায় পুলিশ পালিত হয়, আর সেই পুলিশ অপরাধ দমন না করে রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকারকে পিষ্ট করছে বুটের তলায়। পৃথিবীর কোনও গণতান্ত্রিক দেশে এমন নজির দেখাতে পারবে না, যেখানে বিরোধী দলের শান্তিপূর্ণ সভা-সমাবেশে বাধা দেয়া হয়।’

রিজভী জানান, ২৪ ফেব্রুয়ারি কালো পতাকা প্রদর্শনকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সাবেক এমপি কামরুদ্দিন এহিয়া খান মসলিস সরোয়ার, শেরে বাংলানগর থানা বিএনপির নেতা শাহাদৎ হোসেন দুর্জয়, মফিজুল ইসলাম, আরমান হোসেনসহ ৫ জনের অধিক নেতাকর্মী গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড.আব্দুস সালাম আজাদ, শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু ও নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, সিলেট, ময়মনসিংহসহ দেশের ২২ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে ১৯ জেলায় নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ ও ৩ ডিসিকে অন্য জেলায় বদলির আদেশ জারি করা হয়েছে।

গতকাল রবিবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।