অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কোটি টাকার চাঁদাবাজী মামলায় দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

1
.
চট্টগ্রামে কোটি টাকা চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসানী বলে জানা গেছে।
গ্রেফতারকৃতরা হলো, দেবাশীষ নাথ দেবুকে ও এটিএম মনজুরুল ইসলাম রতন।
আজ শনিবার নগরীর পৃথক স্থান থেকে তাদের বন্ধন নাথ নামে এক প্রবাসীর দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ওসি মহি উদ্দিন মাহমুদ।
পুলিশ সূত্রে জানা যায়, নগরীর পাঁচলাইশ থানার পূর্ব নাছিরাবাদ এলাকায় ২০০৭ সালে একটি পুরনো ভবন কেনার পর সেটি ভেঙে নতুন ভবন তৈরির চেষ্টা করছিলেন মামলঅর বাদী বন্ধন নাথ।
২০১৬ সালে ডিজাইন সোর্স টিম লিমিটেড নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠানকে ভবন তৈরির দায়িত্ব দেন তিনি।
২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি কাজ শুরুর পর দেবুর নেতৃত্বে সন্ত্রাসীরা এসে ভবন তৈরি করতে হলে তাদের এক কোটি টাকা দিতে হবে বলে দাবি করেন। এতে অস্বীকৃতি জানালে তারা বন্ধনকে মারধর এবং পিঠের ডান পাশে গুলি করে গুরুতর জখম করে বলে মামলার আরজিতে দাবি করা হয়েছে। পরে বন্ধন কুয়েত গিয়ে প্রাইম ব্যাংকের চেকের মাধ্যমে দেবুসহ সন্ত্রাসীদের ৭০ লাখ টাকা দেন।
এর মধ্যে ২০১৭ সালে ডেভেলপার প্রতিষ্ঠান সেখানে ভবন নির্মাণে অস্বীকৃতি জানান। বন্ধন নাথ তার শুভাকাঙ্খী পাঁচজনের সঙ্গে মিলে সেখানে ভবন তৈরির কাজ শুরু করেন।
চলতি বছরের ২ ফেব্রুয়ারি কাজ শুরুর পর আবারও সন্ত্রাসীরা এসে আরও ৩০ লাখ টাকা চাঁদা দাবী করে।
এই ঘটনায় ২৩ ফেব্রুয়ারি বন্ধন নাথ পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন।
১ টি মন্তব্য
  1. Emdadul Islam Rubel বলেছেন

    সেচ্ছাসেবক সেবা দেবে তাই খরচপাতি চেয়েছে!