চসিক মেয়রের দায়িত্ব গ্রহন উপলক্ষে ২৫ জুলাই নাছিরের সুধি সমাবেশ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আ জ ম নাছির উদ্দিনের দায়িত্বভার গ্রহণের এক বছর পূর্ণ হচ্ছে আগামী ২৫ জুলাই। এ উপলক্ষে এ দিন চসিক এর উদ্যোগে সুধি সমাবেশের আয়োজন করা হয়েছে।
সকাল ১০ টায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে এ সুধি সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে মেয়র আ জ ম নাছির উদ্দীন তাঁর এক বছরের কার্যক্রমের সচিত্র প্রতিবেদন প্রকাশ করবেন বলে চসিকের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে।

প্রসঙ্গত: ২০১৫ সনের ২৮ এপ্রিল অনুষ্ঠিত সিটি কর্পোরেশন বির্তকিত নির্বাচনে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়। এ নির্বাচনে মূল প্রতিদ¦ন্ধি বিএনপি দলীয় প্রার্থী সাবেক মেয়র মনজুর আলম মনজু ভোট শুরুর দুই ঘন্টার মাথায় ব্যাপক কারচুপি, হামলা, একতরফা জালভোট প্রধানসহ বিভিন্ন অভিযোগে নির্বাচন বয়কট করেন।
ঐদিন রাতেই আ জ ম নাছিরকে নির্বাচন কমিশন বিজয় ঘোষণা করলেও আইনী জটিলতার কারণে প্রায় ৩ মাস পর তিনি মেয়র হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেন।