অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবিতে অরাজক পরিস্থিতিতে শিক্ষক সমিতির বিবৃতি

1

চবিতে অনির্দিষ্টকালের অবরোধের নামে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের দুষ্কৃতিকারী আখ্যা দিয়ে এ ঘটনার সুষ্ঠ তদন্তসাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে চবি শিক্ষক সমিতি।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) রাতে চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিহির কুমার রায় ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মুয়াজ্জম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল থেকে কতিপয় দুষ্কৃতকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করে।

তারা শিক্ষার্থীদের চলাচলের জন্য নির্ধারিত শাটল ট্রেন বন্ধ করে দেয়। পরিবহন পুলে রাখা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী বহনকারী বেশকিছু গাড়ি ভাঙচুর করে।এ সময় তারা শেখ কামাল জিমেনেশিয়ামও ভাঙচুর করে।

একই সাথে কলা ও মানববিদ্যা অনুষদের নিচতলায় অবস্থিত সঙ্গীত ও নাট্যকলা বিভাগ এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটসহ বেশ কয়েকটি বিভাগে ভাঙচুর চালায়।

এমনকি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত প্রক্টর অফিসেও হামলা করে।

ওই সময় প্রক্টর অফিসের সামনে থাকা প্রতিষ্ঠানের গাড়িও ভাঙচুর করা হয়।

শিক্ষক সমিতি এধরনের ঘটনায় গভীর ভাবে উদ্বিগ্ন এবং তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে।

শিক্ষক সমিতি মনে করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে পড়াশোনায় বিঘ্ন করাই তাদের উদ্দেশ্য।

১ টি মন্তব্য
  1. Yasir Arafat Shovo বলেছেন

    direct cross fire