অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবিতে দুই পাহাড়ি সংগঠনের মধ্যে সংঘর্ষঃ আহত ৪

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাহাড়ি সংগঠন ইউপিডিএফ সমর্থিত বৃহত্তর চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও জেএসএস সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষে চার জন আহত হয়েছেন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবাল (১৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকায় একটি কটেজে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সুবিনয় চাকমা,নিউটন চাকমা, অমৃত চাকমা ও সোহাগ। এদের মধ্যে প্রথম তিনজন বৃহত্তর চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য।অপর জন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রবিবার বিকালে জেএসএস ও ইউপিডএফ কর্মীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে রাত ১০ টার দিকে আবার সংঘর্ষে জড়ায় তারা । সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেট সংলগ্ন নাহার কুঞ্জে ইউপিডিএফ এর কর্মীদের উপর হামলা চালায় জেএসএস এর কর্মীরা। পরে তাদেরকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেয়া হলে সেখান থেকে তাদেরকে চমেকে পাঠানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র জানান, আমরা উভয় পক্ষের অভিযোগ পেয়েছি । অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে
ব্যবস্থা নেব।