অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে প্রশ্ন ফাঁসে জড়িত কিশোর আদিল গ্রেফতার

2
.

চট্টগ্রামে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত মো. মোয়াজ্জেম হোসেন আদিল (১৬) নামে এক পরীক্ষার্থীকে আটক করেছে র‍্যাব-৭। শনিবার রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়।

মোয়াজ্জেম হোসেন আদিল চট্টগ্রামের ফটিকছড়ি থানার মো. আবুল কালামের ছেলে।

সে চট্টগ্রাম মহানগরীর হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র এবং বর্তমানে সে এনএমসি চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয় চান্দগাঁও আবাসিক বদ্দারহাট কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

র‌্যাব-৭ এর চট্টগ্রামের সহকারী পরিচালক মিমতানুর রহমান জানায়, চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ থানাধীন তামান্না হাউজিংয়ে কতিপয় প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে সরবরাহ করছিল। এ তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে র‌্যাব-৭ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে আদিলকে আটক করে।

এ সময় তার কাছ থেকে পদার্থ বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র এবং প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

২ মন্তব্য
  1. Riponctg Ripon বলেছেন

    সেলুট বস তোকে তুই একমাত্র ব্যক্তি এদেশের একটা শিক্ষা ব্যবস্থা তোর কাছে হেরে গেল 😃😀

  2. Shabuj Raihan বলেছেন

    এই কিশোর কেই মন্ত্রী করা হউক। একটা বিশাল রাষ্ট্রযন্ত্র একটা কিশোরের কাছে পরাজিত। জাতি হিসাবে নিলজ্যতার শেষ কোথায়…