অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে আল আরাফা ব্যাংক ম্যানেজার গ্রেফতার

0
Logo1444111018
আল আরাফা ইসলামী ব্যাংক ও দুদকের লগো।

চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে বেসরকারী এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক। রবিবার দুপুরে গ্রেফতারকৃত শওকত ইসলাম নামে এ ব্যাংক কর্মকর্তা আল আরাফা ইসলামি ব্যাংকের রেয়াজুদ্দিন বাজার শাখার ম্যানেজার বলে জানাগেছে।

ব্যাংকটির শাখা অফিসে কর্মরতবস্থায় দুদক কর্মকর্তারা তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এর আগে শনিবার এক গ্রাহকের ১১লাখ টাকা আত্মসাতের অভিযোগে কক্সবাজার সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

দুর্নিতী দমন কমিশন (দুদক) চট্টগ্রাম কার্যালয়ের আবদুল আজিজ ভূঁইয়া জানান, আসামী শওকত ইসলাম আল আরাফা ইসলামি ব্যাংক কক্সবাজার সদর শাখার ম্যানেজার থাকা কালে ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বদিউল আলম নামে একজন গ্রাহকের ৭ লাখ টাকা এবং তাঁর স্ত্রীর নামে করা ৪ লাখ টাকার এফডিআরের টাকা আত্মসাৎ করেন।

পরে তিনি চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজার স্টেশন রোড শাখায় বদলী হয়ে চলে আসেন। এ ব্যাপারে গ্রাহক বদিউল আলম বার বার চেষ্টা করেও আত্মসাৎ করা টাকা উদ্ধার করতে না পেরে মামলা করেন।

রবিবার দুপুরে গ্রেফতারের পর আসামীকে চট্টগ্রাম মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে।