অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লামায় ২৫টি আগ্নেয়াস্ত্রসহ ৪ পাহাড়ি সন্ত্রাসী গ্রেফতার

0
ছবিঃ র‌্যাব-৭ প্রেরিত।

বান্দরবান জেলার লামা থানাধীন ফাসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজাপারার দূর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে “র‍্যাব-৭,। এসময় চার পাহাড়ী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পিতবার ভোরে এই অভিযান চালানো হয়। অভিযানে ২৫ টি অস্ত্র (১৪ টি এসবিবিএল ও ১১টি ওয়ানশুটারগান) ও ২,০৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ছবিঃ র‌্যাব-৭ প্রেরিত।

গ্রেফতারকৃতরা হলো, তুইসা মং (৩৬), পিতা- উছা মং, এক্য মারমা (৩৯), পিতা- চালাচিং মারমা, মিফং মারমা (৪৫), পিতা-মৃত চিনকং মারমা এবং চাইনুং মারমা (৩৬), পিতা-মশিউল্লা মারমা, সর্বগ্রাম-ত্রিডেবা, থানা-লামা, জেলা- বান্দরবান।

র‌্যাব- ৭ এর সিনিয়র সহকারি পরিচালাক আমিরুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন খবরের ভিক্তিতে বান্দরবান জেলার লামা থানাধীন ফাসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজাপারার দূর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ২৫টি অস্ত্র ও ২,০৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয়েছে ৪ পাহাড়ী সন্ত্রাসীকে।

তারা দীর্ঘদিন যাবত দূর্গম পাহাড়ী এলাকায় পাহাড়ী সন্ত্রসীরা খুন, ডাকাতি, চাঁদাবাজি, মাদক চোরাচালান, মানুষ অপহরণ ও মানুষ আটক করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।