অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে ১৩-১৫ ফেব্রুয়ারী ৩দিনের শিব চতুদর্শী মেলা

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সনাতন সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান সীতাকুণ্ড চন্দ্রনাথধামে আগামী ১৩-১৫ ফেব্রুয়ারী শিব চতুদর্শী মেলা শুরু হচ্ছে।

মেলার সার্বিক ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সকালে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। সীতাকুণ্ড প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে জানানো হয় কখন থেকে এই ধর্মীয় অনুষ্ঠানের শুরু তার দিন সাল নির্ণয় করা যায়নি। আনুমানিক তিন’শ বছর পূর্ব থেকে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে বলে ধারণ করছে এলাকার প্রবীণ ব্যক্তিরা। শাস্ত্রীয় মতে শিবরাত্রীতে ব্যাসকুণ্ডের স্নান,তর্পন,গয়াকুণ্ডে শ্রদ্ধ প্রভৃতির মধ্য দিয়ে সীতাকুণ্ডে হিন্দু ধর্মাবলম্বীদের যে ধর্মীয় অনুষ্ঠান হয়ে আসছে মুলত তাই শিব চতুদর্শী।

আগামী ১৩- ১৫ ফেব্রুয়ারী শিব চতুদর্শী এবং ১-২ রা মার্চ দোল পূর্ণিমা শুরু হতে যাচ্ছে। মেলা হিসেবে পরিচিত হলেও এটি মুলত ধর্মপ্রাণ হিন্দুদের একটি ধর্মীয় অনুষ্ঠান। দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ লোকের সমাগত হতো বিধায় কালক্রমে এটি বিশাল মিলন মেলায় রূপান্তরিত হয়েছে।

সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন,তফন চক্রবর্তী, সুনিল দাশ, রনজিদ কুমার সাহা,স্বপন কুমার বনিক, বুলবুলনালা,পলাশ চৌধুরী, শিমুল গীরী প্রমুখ।