অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১১

0
.

বান্দরবানে পর্যটকবাহী একটি গাড়ি খাদে পড়ে ৩ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে বান্দরবনের লাইমীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাদ্দাম হোসেন প্রকাশ বাদশা (২২), জনি (২৩) ও জাহাংগীর (২৪) । এসময় আরো ১০জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা হলেন, নূর উদ্দিন (১৮), সালামত উল্লাহ (২১), রুবেল (৩০), জাবেদ (১৯), নাঈম উদ্দিন (১৮), মনজুরুল আলম (২৪), মো:রাকিব (১৭), মো: ইব্রাহীম (১৯), মো: জুয়েল (১৯), মো:বাদশা (২১) ও মো: আকিব (১৫)।

আহতদের বেশিরভাগই শিক্ষার্থী এবং নাজিরহাট ও ফটিকছড়ির বাসিন্দা।

পুলিশ জানায় জেলা শহর থেকে পর্যটন স্পট চিম্বুক-নীলগিরি যাওয়ার পথে বান্দরবানের রুমা, থানচি উপজেলা সড়কের চারমাইলে লাইমি পাড়া নামক স্থানে বনভোজনের(পর্যটকবাহী) মাইক্রোবাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে যায়।

খবর পেয়ে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কয়েকজন’কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, পর্যটকবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে এবং আহতদের মধ্যে কয়েক জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।