অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে স্ট্যাটাস দেয়ায় ছাত্র ফ্রন্ট নেতাকে মারধর

1
.

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রধানমন্ত্রী ও ছাত্রলীগকে কটাক্ষ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ছাত্র ফ্রন্ট নেতাকে মারধর করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

সোমবার (৩০ জানুয়ারী) বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের নিচে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার শিক্ষার্থী হলেন নৃ-বিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আহসান হাবীব। তিনি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (খালেকুজ্জামান) বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক।

বিশ্ববিদ্যালয়সূত্রে জানা যায়,ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগ ও বাম সংগঠনের সংঘর্ষের পর ২৩ জানুয়ারী প্রধানমন্ত্রী ও ছাত্রলীগকে কটাক্ষ করে একটি স্ট্যাটাস দেন ওই শিক্ষার্থী।এতে তিনি লিখেন, একটি ছাত্রলীগ তুমি জাগ্রত জানোয়ার! সারা বিশ্বের বিস্ময় তুমি কিভাবে এত রামদানীতির চর্চা করো বার বার!তুমি হতে পারো নি মানুষ, হয়েছো কুলংগার! তুমি নাকি আবার হাসিনার অহংকার।

এই স্ট্যাটাস দেয়ার পরিপ্রেক্ষিতে ওই শিক্ষার্থী নির্ধারিত পরিক্ষা দিয়ে বের হলে ছাত্রলীগের কিছু কর্মী তাকে মারধর করে প্রক্টর অফিসে সোপার্দ করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন,আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখছি।

১ টি মন্তব্য
  1. Zannatul Habiba Ifty বলেছেন

    অবুক😰😲