অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে ডোবা থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

0
নিহত জিয়া উদ্দিন বাবলু।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ড উপজেলা কুমিরা ইউনিয়নের ঘাটগড় এলাকায় একটি ডোবা থেকে জিয়াউদ্দিন বাবলু (২২) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানার পুলিশ।

আজ শুক্রবার (২৬ জানুয়ারী) বিকাল ৪ টার সময় পুলিশ বাড়ির থেকে অর্ধ কিলোমিটার দুরে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে। নিহত বাবলু কুমিরা ঘাটগড় এলাকার আলাউদ্দিনের পুত্র।

পুলিশ ও এলাকাবাসীর ধারণা বাবুলকে পরিকল্পিতভারে গলা ও পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বাবলু ঘর থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। অনেক খুঁজাখুঁজির পর না পেয়ে সকালে পরিবার থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরী করা হয়।

রাত ৯ টার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। আজ বিকাল ৪ টার সময় বাড়ি থেকে প্রায় ৫ শত মিটার দুরে পশ্চিম বিলের একটি ডোবায় ভাসমান অবস্থায় স্থানীয় জনসাধারণ দেখে পুলিশকে খবর দিলে সীতাকুণ্ড মডেল থানার অফিসার্স ইনচার্জ ইফতেখার হাসান এর নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করে।

লাশের গলা কাটা এবং পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোজাম্মেল পাঠক ডট নিউজকে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যা, আমরা লাশটি উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা নেয়া হবে। এরপর অপরাধীকে সনাক্ত করা হবে।

নিহত বাবলু নগরীর কাট্টলীস্থ মোস্তফা হাকিম কলেজের এইচএসসি পরিক্ষার্থী ছিল এবং লেখা পড়ার পাশাপাশি পাশাপাশি কুমিরা কে ওয়াই সিআর ফ্যাক্টরীতে কর্মরত ছিল।