অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ভাটিয়ারীতে গুলি করে যুবক হত্যা, এসআই নাজমুলসহ ৩ আসামী গ্রেফতার

5
গ্রেফতারকৃত এসআই নাজমুল হুদা। পাশে নিহত যুবক সাইফুল ইসলাম।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ডে পুলিশের গুলিতে যুবক নিহতের ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদাসহ এক পুলিশ সদস্য ও এক আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর ছোট পোল এলাকার জেলা পুলিশ লাইন থেকে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে গতকাল দুপুরে তাদের প্রত্যাহার করা হয়। পরে বৃহস্পতিবার রাতে নিহত সাইফুলের ভাই মো. দিদার বাদী হয়ে গ্রেফতার হওয়া ৩ জনসহ মোট ৪ জনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল মাসুদ ।

এজাহারে উল্লেখ করা হয়, বুধবার রাতে এসআই নাজমুল হুদা সাদা পোশাকে আনসার সদস্য ইসমাইল হোসেন ও কনস্টেবল আবুল কাশেমসহ সোর্স নিয়ে ভাটিয়ারী তেলিপাড়া এলাকায় আসামী ধরতে যায়। সেখানে স্থানীয় কয়েকজন যুবকের সাথে তাদের কাটাকাটি হলে এস আই নাজমুল হুদা নিহত সাইফুলের জামার কলার ধরে গুলি করে।

মুমুর্ষবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান বলেন, ঘটনার পর সাইফুল ইসলামের লাশ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেলে ময়না তদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বুধবার রাতে ঘটনার পর অভিযুক্ত এসআই নাজমুল হুদা  ও কনেস্টেবল কনস্টেবল আবুল কাশেমকে প্রত্যাহার করে তাৎক্ষণিক সীতাকুণ্ড থানা থেকে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছিলো। প্রত্যাহার করা হয় আনসার সদস্য ইসমাইলকেও।

আজ তাদের ৩ জনকে পুলিশ লাইন থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হলে বিচারক ৩ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

৫ মন্তব্য
  1. Jalal Uddin Sagor বলেছেন

    বোঝলাম না
    ডিউটি রত একজন অফিসার অভিযান করার সময় গুলি করছে। সে সেজন্য তাকে গ্রেফতার কেনো?

    1. Saiful Islam Shilpi বলেছেন

      তুমি আগে ঘটনাটা জানানো ভালো করে। তারা অভিযানে গেছে বেআইনী ভাবে। থানায় রিপোর্ট না করেই নিজে অভিযানে গেছে। আর যাদের অটক করতে চেয়েছে তাদের বিরুদ্ধে কোন অভিযোগ ছিল না।

    2. Jalal Uddin Sagor বলেছেন

      taile ovujan hobe kno

    3. Saiful Islam Shilpi বলেছেন

      সেইটাই তো কথা..কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সে অভিযানে গেছে ধান্ধা করার জন্য।

  2. Mohammed Helal Uddin বলেছেন

    এরা চঁাদা বাজি করতে গেছে।