অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

টেকনাফে ডাকাত কোস্টগার্ড গোলাগুলি: অস্ত্র উদ্ধার

0
.

কক্সবাজারের টেকনাফ থানার মিঠাপানিছড়া এলাকায় ডাকাত ও কোস্টগার্ডের মধ্যে গোলাগুলি হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড পূর্বাঞ্চল শাখা।

এসময় উদ্ধার করা হয় ১ টি দেশীয় পিস্তল, ৫ রাউন্ড ৯ এমএম এ্যামুনিশন, ১ রাউন্ড ৭.৬২ এমএম ব্লাংক কার্টিজ, ২টি খালি ম্যাগাজিন ও ২ টি দেশীয় তৈরী ধারালো অস্ত্র।

সোমবার রাতে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড পূর্বঞ্চল শাখার জনসংযোগ কর্মকর্তা সৈয়দ সাজ্জদুর রহমান বলেন, ডাকাত দল অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয় । ঘটনাস্থলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল কোস্ট গার্ডকে উদ্দেশ্য করে গুলি করলে কোস্টগার্ডও পাল্টা গুলি করে। একপর্যায়ে ডাকাতদল পিছু হটে পালিয়ে যায় ।

ঘটনায় কোন ডাকাত সদস্যকে আটক করা সম্ভব হয় নি এবং কোন হতাহতের ঘটনা ঘটে নি। উদ্ধারকৃত পিস্তল সহ তাজা গোলা টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।