অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জঙ্গিবাদ দমনে বিশ্ব দরবারে পুলিশ রোল মডেল স্থাপন করেছে

0
.

জঙ্গিবাদ দমনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশ পুলিশ রোল মডেল স্থাপন করেছে উল্লেখ্য করে আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, এর মধ্যমে বাংলাদেশে ভাবমূর্তি উজ্জল হয়েছে। বিদেশীরা বাংলাদেশের প্রশংসা করছে। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে গিয়ে আমার এ ব্যক্তিগত উপলুদ্ধি হয়েছে।

তিনি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের হালিশহর পুলিশ লাইনে জেলা পুলিশ আয়োজিত এক সূধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আইজিপি এ কে এম শহীদুল হক আরো বলেন, বিশ্বের অধিকাংশ দেশ আজ জঙ্গিবাদে আক্রান্ত। সেখানে বাংলাদেশ সন্ত্রাস জঙ্গিবাদ একেবারে নির্মূল করতে না পারলেও শক্ত হাতে দমন করা হয়েছে। এবং একের পর এক অভিযান চালিয়ে তাদের পরিকল্পনা তাদের আস্তানা ধ্বংস করেছে। যার ফলে বাংলাদেশ আজ বিশ্বের একটি নিরাপদ দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। আমাদের বিনিয়োগ বেড়েছে। আর্থনৈতিক সমৃদ্ধ বেড়েছে। বিদেশীরা আর এদেশে আসতে ভয় পায়না।

সমাজে অপরাধ দমনে পুলিশ জনগণের সেতুবন্ধন রচনার জন্য এবং পুলিশকে জনগণের বন্ধু সেজে আরো কাছাকাছি আসতে পারে, তার জন্যই কমিউনিটিং পুলিশ সিস্টেমস চালু করা হয়েছে উল্লেখ্য করে আইজিপি শহীদুল বলেন, এর মধ্য দিয়ে সমাজে অপরাধ প্রবনতা কমতে শুরু করেছে। কমিউনিটিং পুলিশিং এর মাধ্যমে জনগণের মধ্যে পুলিশের দুরত্ব কমে গেছে। পুলিশের সেবা জনগণের দৌড় গোড়ায় পৌছে গেছে।

এক সময় চট্টগ্রামে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ থাকলেও এখন আর সে গ্রুপ নেই। আমি এখানকার পুলিশ সুপার থাকাকালে এসব সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে সাঁড়াশী অভিযান চালিয়ে তাদের নির্মূল করেছি। এমনকি তৎকালিন বিএনপির সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর গাড়ি তল্লাশী চালিয়ে সন্ত্রাসী গ্রেফতার এবং অস্ত্র উদ্ধার করেছি। তখন সাকার রক্ত চক্ষু হুমকি ধমকিতে ভয় পায়নি। কিন্তু তখনকার সরকার আমাকে বিপিএম পিপিএম দেয়নি, বলেছে আমি আওয়ামী লীগ করি।

আর কিছুদিন পরেই অবসরে চলে যাবেন উল্লেখ্য করে আইজিপি শহীদুল হক বলেন, চট্টগ্রামে আমার চাকুরীজীবনের দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। এটি আমার দ্বিতীয় হোম। চট্টগ্রামবাসীর ভালোবাসাই আমার পাওনা, তাই আমার আজ আর চাওয়া পাওয়ার কিছু নাই।

সূধি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ইফতেখার উদ্দিন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মুনির উজ জামান, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম চৌধুরী, জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা, চিটাগাং চেম্বার অব কমার্স সভাপতি মাহবুবুল আলম, মেট্টোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক শুকলাল দাশ।