অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নগরীতে ট্রাকে তল্লাশি চালিয়ে ৮৫ হাজার ইয়াবা ২ জন গ্রেফতার

0
.

চট্টগ্রাম নগরীর কর্ণেল হাট এলাকায় একটি মিনি ট্রাাকে তল্লাশি চালিয়ে ৮৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

এ সময় দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার মূল্য আড়াই কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে।

আজ রবিবার সকালে আকবরশাহ থানাধীন মনসুরাবাদস্থ (কর্ণেলহাট) শ্যামলী পরিবহন এর কাউন্টারের সামনে ডিবি পুলিশ এ অভিযান চালায়।

আটককৃতরা হলেন, মোঃ এহসান প্রকাশ নুরুল আলম (২২), পিতা- মোঃ জাফর আলম, টেকনাফ, কক্সবাজার। রহমতউল্লাহ (২০), পিতা-মৃত গফুর আলম, সাবরাং ইউনিয়ন (নুর ইসলামের বাড়ী), থানা-টেকনাফ, কক্সবাজার।

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) এ এ এম হুমায়ুন কবির বলেন, কক্সবাজারের টেকনাফ থেকে ট্রাকে ইয়াবা নিয়ে ৩জন ঢাকার দিকে যাচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। নগর গোয়েন্দা পুলিশের একটি টিম মনসুরাবাদস্থ শ্যামলী পরিবহন এর কাউন্টারের সামনে অবস্থান নিয়ে (চট্টমেট্রো-ন, ১১-৫৬১৩) ট্রাকটিতে তল্লাশী চালায়। এ সময় ট্রাকের নীচে চেসিসের ভেতরে কৌশলে লুকিয়ে পাচারকালে ৮৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসময় নুরুল আমীন (২৬) নামে একজন পালিয়ে গেলেও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা স্বীকার করেছে ইয়াবার চালনটি কক্সবাজারের টেকনাফস্থ গ্রেফতারকৃত রহমত উল্লাহর বাড়ী থেকে সংগ্রহ করে ঢাকায় নেয়া হচ্ছি বিক্রি করতে।

উদ্ধার করা এসব ইয়াবার মূল্য দুই কোটি পঞ্চান্ন লক্ষ টাকা বলে জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

এ ব্যাপারে পলাতক নুরুল আমীনসহ ৩ জনের নামে আকবরশাহ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।