অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সেন্ট মার্টিন থেকে ২১ কোটি টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা উদ্ধার

0
.

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২১ কোটি টাকা মূল্যের চার লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দল।

গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) রাতে কোস্ট গার্ডের পূর্ব জোনের একটি টহলদল সেন্ট মার্টিনে অভিযান চালিয়ে একটি নৌকা থেকে এসব ইয়াবা জব্দ করে।

কোস্টগার্ড পূর্বজোনের গণসংযোগ কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন সৈয়দ সাজ্জাদুর রহমান এ খবর নিশ্চিত করেছেন। তিনি পাঠক ডট নিউজকে জানান, কোস্ট গার্ড পূর্বজোনের অধীনস্থ সিজি স্টেশান টেকনাফ এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে স্টেশান কমান্ডার লেঃ কমান্ডার জাফর ঈমাম সজিব,(এক্স) এর নেতৃত্বে টেকনাফের সেন্টমাটিন্স এর উত্তর পাশ্বের ডাউনে বিশেষ অভিযান পরিচালনা করে একটি সন্দেহজনক বোট তল্লাশির উদ্দেশ্যে থামার নির্দেশ প্রদান করলে বোটটি না থেমে সমুদ্রের কিনারায় চরে তুলে দিয়ে বোটে থাকা লোকজন পালিয়ে যায়।

পরবর্তীতে বোটটিতে তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো চার লক্ষ বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য একুশ কোটি টাকা ।

জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।