অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শোলাকিয়া হামলায় নিহত সন্ত্রসীও নর্থ সাউথের শিক্ষার্থী

0

কিশোরগঞ্জের শোলাকিয়া ঐতিহাসিক ঈদগাহ ময়দানের প্রবেশ পথে নিরাপত্তা চৌকিতে পুলিশে সঙ্গে সংঘর্ষে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত ওই যুবকের নাম আবির রহমান (২৩)। সে কুমিল্লার দেবিদ্বারের সিরাজুল ইসলামের ছেলে এবং রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএর শেষ বর্ষের ছাত্র।

শুক্রবার (৮ জুলাই) ঘটনার ১৮ ঘণ্টা পর নিহত ‍যুবকের পরিচয় প্রকাশ করেছে পুলিশ।

নিহত আবির রহমান (২৩)
নিহত আবির রহমান (২৩)

এরআগে গত ১ জুলাই গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলায় সন্ত্রাসীদের হাত থেকে ফিরে আসা হাসনাত রেজা করিম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। নিহত নিবরাস ইসলামও নর্থ সাউথের শিক্ষার্থী ছিলেন। এ হামলার ছয় দিন পরই আবার শোয়ালাকিয়ায় ঈদগাহে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (৭ জুলাই) শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রবেশের পথে নিরাপত্তা চৌকিতে তল্লাশির সময় জঙ্গিরা কর্তব্যরত পুলিশের সদস্যদের উপর বোমা হামলা চালায়। এসময় পুলিশের কয়েক সদস্য আহত হয়। অন্যরা এগিয়ে এলে দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় জঙ্গিদলের এক সদস্য। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি। মৃত্যুর ১৮ ঘণ্টা পর জানা যায়ই হামলাকারী আবির রহমান।

শুক্রবার বিকেলে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেন।

আনোয়ার হোসেন খান আরো জানান, নিহত সন্ত্রাসী আবিরের মরদেহ কিশোরগঞ্জের বাজিতপুর জুহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তিনি দীর্ঘদিন যাবৎ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে নিখোঁজ ছিলেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে শোলাকিয়ায় ঈদ জামাতের মাঠের কাছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় দুই পুলিশ, গৃহবধূ ঝর্না রানী ও সন্ত্রাসী আবির নিহত হয়। এছাড়া আহত হন আরো অন্তত ৮ জন। এদের মধ্যে ৬ পুলিশ সদস্যকে গুরুতর অবস্থায় হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়।