অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কুতুবদিয়ায় জোয়ারের পানিতে ভেসে গিয়ে ৪ শিশুর মৃত্যু

0
dbYU8vpciIic
ছবি: প্রতিকী

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় জোয়ারের পানিতে ডুবে মারা গেছে ৪ শিশু। শুক্রবার সকাল কুতুবদিয়া উপজেলার উত্তর দুরুন এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত ৪ শিশু একই এলাকার বলে জানাগেছে।

নিহতরা হলো-আবুল হোসাইনের কন্যা নয়ন মনি (১১), আকতার হোসাইনের পুত্র মিছবাহ উদ্দিন (৭), কামাল হোসাইনের কন্যা সুমি আকতার (৮) ও কাইছার হামিদের কন্যা পিয়া মণি (৫)।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ অং সাত হুয়াই বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর দুরুন এলাকা বেডিবাঁধ ভেঙ্গে জোয়ারের পানি ঢুকে পড়ে পুরো এলাকা প্লাবিত হয়ে পড়ে। এতে খেলায়রত এলাকার চার শিশু পানির তোড়ে ভেসে যায়। রাতে অনেক খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ স ম শাহরিয়ার চৌধুরী সকালে সাংবাদিকদের জানান, চার শিশু বিকেলে পাশে স্বজনের বাড়ি যাচ্ছিল। এ সময় জোয়ারের পানিতে হঠাৎ রাস্তা তলিয়ে যায়। প্রবল স্রোতের তোড়ে একপর্যায়ে শিশুরা ভেসে যায়। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। এর পর কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনা এলাকায় শেকের ছায়া নেমে এসেছে।