অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবিতে আ জ ম নাছির সমর্থিত ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

0
.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে দাঁড়ানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দুইজন ছাত্র গুরুত্বর আহতহয়েছেন তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট চত্ত্বরে এ ঘটনা ঘটেছে। আহত দুজন হলেন- আহতরা হলেন, এতে গণিত বিভাগ ৪র্থ বর্ষের নাজমুস সামির ও প্রাণিবিদ্যা বিভাগ ৩য় বর্ষের সাইদ আহমেদ।

ছাত্র লীগের চবি শার্টল ট্রেন ভিক্তিক সংগঠন ভিএক্স ও সিক্সটি নাইনের এ মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বিবাদমান দুই পক্ষই নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ. জ. ম নাছির উদ্দীনের অনুসারি বলে জানাগেছে।

সূত্রে জানা যায়, ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালীর আয়োজন করে শাখা ছাত্রলীগ আ.জ.ম নাছিরের অনুসারি গ্রুপ ।এসময় মিছিলের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ভিএক্স গ্রুপের কর্মীদের সাথে অন্য পক্ষের হাতাহাতি হয়। পরে তারা ভিএক্স গ্রুপের কর্মীদের ধাওয়া করে।

এনিয়ে সোহওয়ার্দী হলের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ইট-পাটকেল নিক্ষেপ সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রও দেখা যায় বলে জানা গেছে।

এ ঘটনার রেশ ধরে একঘন্টা পর ফের উভয় পক্ষ দ্বিতীয় দফা সংঘর্ষে লিপ্ত হয়।

পরবর্তিতে ভিএক্স গ্রুপের কর্মীরা সোহরাওয়ার্দী হল ও সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা শাহজালাল হলের সামনে অবস্থান নেয়।

সূত্রে আরো জানা যায়,সংঘর্ষের সময় পুলিশ মধ্যখানে অবস্থান নিলে ভিএক্স গ্রুপ পুলিশকে ধাওয়া দেয়। বর্তমানে অস্ত্রধারীদের ভিএক্স কর্মীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশের একটি বিশ্বস্ত সূত্র।

ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু বলেন, মিছিলের মধ্যে দাঁড়ানো নিয়ে জুনিয়রদের মাঝে ভুল বোঝাবুঝি হয়। পরে মিছিল হলেও, আবার উত্তেজনা হয়। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে ভিএক্স গ্রুপের নেতা মিজানুর রহমান বিপুল জানান,প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে সিক্সটি নাইনের কর্মীরা আমাদের নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়েছ। এতে আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, মিছিলে দাঁড়ানো নিয়ে নাছির গ্রুপের সব পক্ষের সাথে ভিএক্স গ্রুপের সংঘর্ষ হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টার ঘটনা ঘটে। পুলিশের সহযোগিতায় প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।”