অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চালক ও হেলপারদের জন্য পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0
.

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে গাড়ি চালক ও হেলপারের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) মোঃ সুজায়েত ইসলাম।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সদরঘাট ট্রাফিক অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন রুটের গাড়ি চালক ও হেলপার প্রশিক্ষণের উদ্দেশ্যে অংশগ্রহণ করেন। চালক ও হেলপারদের প্রজেক্টরের মাধ্যমে গাড়ি চালনা, দূর্ঘটনা প্রতিরোধ, বিভিন্ন সংকেত, যাত্রী সেবার মান উন্নয়ন সহ ট্রাফিক সম্পর্কিত বিবিধ বিষয় সহজবোধ্য ভাবে উপস্থাপন করা হয়।

.

কর্মশালাটিতে আরো উপস্থিত ছিলেন সিএমপি’র ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনারগণ, টিআই সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।