অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নির্বাচনে “তরুণ নেতৃত্বের বিকাশ ও অংশগ্রহণ” শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

0
.

‘শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে তরুণ নেতৃত্বের বিকাশ ও অংশগ্রহণ’ শীর্ষক গোলটেবিল বৈঠক বুধবার (২০ ডিসেম্বর) সকলে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে গোলটেবিল বৈঠক  আওয়ামীলীগ ও বিএনপির নেতৃবৃন্দ ও তরুণ রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম অঞ্চলের তরুণ নেতৃবৃন্দের জন্য আয়োজিত ফেলোশীপ কার্যক্রমের আওতায় প্রাক্তন ও বর্তমান ফেলোবৃন্দ এই অনুষ্ঠানের মাধ্যমে দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে রাজনীতিতে তরুন নেতৃত্বের জন্য কিছু গুরুত্বপূর্ণ সুপারিশমালা উপস্থাপন করেন।

তাদের সুপারিশ সমূহের রাজনৈতিক দলের নির্বাহী কমিটিগুলোকে তরুন নেতৃত্বের সংখ্যা বৃদ্ধি নির্বাচনে প্রার্থী হিসেবে আরো বেশি সংখ্যক তরুণ নেতাদের মনোনয়ন, দলগুলোর সাথে সংশ্লিষ্ট ছাত্র ও যুব সংগঠন সমূহকে সহনশীল রাজনীতি এবং শান্তিপূর্ণ নির্বাচনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়।

.

আওয়ামীলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার ফেলো ইঞ্জিনিয়ার সনাতন চক্রবর্ত্তী বিজয় ও বিএনপি দল চট্টগ্রাম উত্তর জেলার ফেলো ইরফানুল হাসান রকির সঞ্চালনায় ও ডেমোক্রেসি ইন্টারশন্যাল চট্টগ্রাম সিনিয়র আঞ্চলিক সমন্বয়ক সদরুল আমিনের সভাপতিত্বে গোল টেবিল আলোচনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শেখ মুহাম্মদ মহিউদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম শাহ আলম, আহমেদুল আলম চৌধুরী রাসেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন এমরান, উত্তর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম এ হালিম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ নজরুল ইসলাম তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জোবায়ের, দক্ষিণ জেলা বিএনপির আইন সম্পাদক এড. এরশাদুর রহমান রিপু, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলি চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জান্নাতুল নাঈম রিকু, উত্তর জেলা বিএনপি নেতা এস.এম. ফারুখ, মোস্তফা আলম মাসুম, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এম এ হাশেম, সেলিম হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব, সীতাকুন্ড থানা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাজমুন নাহার নেলী, সেক্টর কমান্ডার ফোরামের মহিলা বিষয়ক সম্পাদিকা এড. সাইফুন নাহার খুশি, সিআরসিডির নির্বাহী পরিচালক ইকবাল বাহার সাবেরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নছরুল কাদির চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আজিজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আনিস আকতার টিটু, ইফতেখার আহমেদ জুয়েল, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামীলীগের রাজনৈতিক ফেলো এড. বিবি আয়েশা, মাহমুদুল হাসান বাদশা, তাসরিফুল ইসলাম জিল্লু, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির ফেলো এড. ইমতিয়াজ আহমেদ জিয়া, মোঃ আরিফ সহ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম বাপ্পু, মোঃ রিয়াদ, কনিক বড়ুয়া, নন্দিতা বড়ুয়া, ইসরাতসহ অন্যান্য বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।

আয়োজনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের আলোচনার মধ্যদিয়ে উঠে আসে স্থানীয় সরকার নির্বাচনের বয়সের সীমা বেধে দেয়া এবং জাতীয় সংসদ নির্বাচনে এক তৃতীয়াংশ আসনে তরুণদের মনোনয়ন দেয়া, পরপর দুইবার নির্বাচনের পর কোন প্রার্থী পরবর্তী দুই নির্বাচনে অংশ নিতে পারবে না, এরূপ বিষয়সহ আরও অনেক বিষয় এ অনুষ্ঠানে ইউএসএআইডি ও ইউকেএইড এর যৌথ অর্থায়নে “Political Landscape in Bangladeh” শীর্ষক প্রকল্পের অধীনে আয়োজন করা হয়।

উল্লেখ্য ইউএসএ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আরও বেশি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বিশ্ব অর্জনের লক্ষ্যে সক্রিয় নাগরিকবৃন্দ ও সংবেদনশীল সরকার সমূহকে সহায়তা প্রদান করছে এবং সুশীল সমাজ ও রাজনৈতিক দল সমূহকে সাথে নিয়ে কাজ করছে। ২০১১ সাল থেকে ডিআই বাংলাদেশে অধিকতর অংশগ্রহণমূলক ও অন্তর্ভূক্তিমূলক রাজনৈতিক পরিবেশ অর্জনের কাজ করছে। ২০১২ সাল থেকে এ পর্যন্ত সারা দেশে ২২৮জন তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালে ফেলোশীপ কার্যক্রমের অংশগ্রহণ করেছে। তারা ১৫ হাজারেরও বেশি তরুণ রাজনৈতিক কর্মীদেরকে গঠনমূলক কার্যক্রমের অন্তর্ভুক্ত করেছে।