অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিজয় দিবসে চট্টগ্রাম নগর বিএনপির ৩ দিনের কর্মসূচি

0
.

মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির এক প্রস্তুতি সভা আজ মঙ্গলবার সন্ধ্যা নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর’র সঞ্চালনায়  অনুষ্ঠিত হয়। 

প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে ৩ দিনের কর্মসূচি ঘোষনা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে-

প্রথম দিন:  ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠান এবং শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা নগরীর কাজির দেউরীস্থ নাসিমন ভবনের সামনে বিজয় উৎসব মঞ্চে অনুষ্টিত হবে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেকমন্ত্রী জননেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।

দ্বিতীয় দিন: ১৫ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় বিজয় দিবসের আলোচনা সভা কাজির দেউরীস্থ নাসিমন ভবনের সামনে বিজয় উৎসব মঞ্চে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল্লাহ আল নোমান। সন্ধ্যা ৭ টায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

তৃতীয় দিন: ১৬ ডিসেম্বর সকাল ১০ টায় কাজীর দেউরী মোড় বিজয় উৎসব মঞ্চে থেকে বিজয় দিবসের বর্নাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে। উক্ত বিজয় র‌্যালিতে চট্টগ্রাম মহানগরীর প্রতিটি থানা, ওয়ার্ড থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন সবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের প্রতীক তারেক রহমানের ছবি সম্বলিত রঙ বেরঙের ব্যানার, পেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করার জন্য বিএনপি ও অংঙ্গ সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের আহ্বান জানানো যাচ্ছে। ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের দিন প্রতিটি ওয়ার্ডে মাইকে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ভাষণ সম্প্রচার বাজানোর জন্য নির্দেশনা দেয়া হয়।

প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য  শামছুল আলম, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান, সহ সভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, সুবুক্তগীন সিদ্দিকী মক্কী, সৈয়দ আহাম্মদ, অধ্যাপক নরুল আলম রাজু, ইকবাল চৌধুরী, এম এ হান্নান, এড. আব্দুচ সাত্তার সরওয়ার, যুগ্ম সম্পাদকবৃন্দ মোঃ শাহ আলম, ইস্কান্দর মির্জা, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন ,জাহাঙ্গীর আলম দুলাল, কমিশনার আবুল হাশেম, গাজী সিরাজ উল্লাহ, শেখ নুরউল্লাহ বাহার, কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, কোষাধ্যক্ষ সৈয়দ সিহাব উদ্দিন আলম, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মনজু, কামরুল ইসলাম, সহ সাধারন সম্পাদক এস এম সালাহ উদ্দিন, সদস্য সিহাব উদ্দিন মবিন, মো: আলী মিঠু, এম আই চৌধুরী মামুন, হামিদ হোসেন, হাজী নরুল আক্তার, ডা: এস.এম. সারওয়ার আলম, অধ্যাপক ঝন্টু বড়ুয়া, আবদুল বাতেন, থানা বিএনপির সভাপতিবৃন্দ মনজুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মো: সেকান্দর মিয়া, কাউন্সিলর মো: আজম।