অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ঝিনাইদহে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রশিবির সভাপতি নিহত

0
Jhenaidah-cross-fire-footag
কথিত ক্রসফায়ারে নিহত ছাত্রশিবির সভাপতি পারভেজ হোসেনের স্বজনদের আহাজারী।

ঝিনাইদহ সদরের মধুপুর গোরস্থানের পাশে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পৌর ছাত্রশিবির সভাপতি পারভেজ হোসেন (২৬) নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, গুলি, ৫টি বোমা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শনিবার (২ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে। নিহত পারভেজ শহরের আদর্শপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, সদর থানা পুলিশের একটি টহল দল ঝিনাইদহ-মাগুরা সড়কে মধুপুর গোরস্তান এলাকায় পৌঁছলে শিবিরের নেতাকর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ৪-৫টি হাতবোমা ছুড়ে মারে ও বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে উভয়পক্ষের মধ্যে কমপক্ষে ২০ মিনিট গুলি বিনিময় হয়। বন্দুকযুদ্ধ শেষে শিবির নেতা-কর্মীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ পৌর শিবিরের সভাপতি পারভেজের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় পিস্তল, তিন রাউন্ড গুলি, পাঁচটি বোমা, তিনটি রামদা, দুটি ছোরা ও একটি চাপাতি উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি হাসান হাফিজুর।