অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

৩০০ কেজি ঘি ধ্বংস, দেড় লাখ টাকা জরিমানা

0
.

চট্টগ্রাম মহানগরীর বাদুর তলা এলাকার একটি ঘি কারখানায় নোংরা পরিবেশে ভেজাল ঘি তৈরীর অভিযোগে ৩০০ কেজি ভেজাল ঘি জব্দ করে পরে ধংস করে ফেলা হয়েছে।

এসময় বিএসটিআই এর লাইসেন্স ব্যাতিরেকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ঘি উৎপাদন করে বাজারজাত করার অপরাধে ১০৬৭/এ বাদুরতলা, মাজার গেইট, মেসার্স রেজাউল এন্ড সন্স মালিক মো. চপল হোসেন (২৮)কে দেড় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান চালায় র‌্যাব।

.

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান পাঠক ডট নিউজকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জমোঃ আনিসুর রহমান এবং বিএসটিআই ফিল্ড অফিসার নিখিল রায় এর সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উক্ত কারখানায় নোংরা পরিবেশে ঘি উৎপাদন করে বাজার জাত করার প্রমাণ পাওয়ায় আদালত প্রতিষ্ঠানের মালিককে অর্থদন্ড এবং উৎপাদনকৃত ৩ কেজি ভেজাল ঘি নষ্ট করে ফেলেছে।