অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সরকার দেশের সর্বাচ্চ আদালত গ্রাস করতে চায়

3
.

বিচার বিভাগকে পঙ্গু করে বর্তমান সরকার দেশের সর্বোচ্চ আদালতকে গ্রাস করতে চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট জয়নাল আবেদিন। তিনি বলেন, আগামী ২০১৮ সাল দেশের মানুষের জন্য অগ্নিপরীক্ষা। দেশের গণতন্ত্র , আইনের শাসন, মানবাধিকার, সর্বপরি বিচার বিভাগের স্বাধিনতা সম্মুনত থাকবে কি থাকবেনা সেটি ২০১৮ সালেই নির্ধারণ হয়ে যাবে।

তিনি আজ বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির নির্বাচন’ ১৮ এর আইনজীবি ঐক্য পরিষদের প্রার্থী পরিচিতি ও প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

.

আইনজীবি ঐক্য পরিষদের সদ্যদের ভোট দিয়ে নির্বাচন করে দেশের আইনের শাসন, গণতন্ত্র, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করার আহবান জানিয়ে আইজীবিদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সরকার স্বাধীন বিচার ব্যবস্থা চায় না। আজ দেশের বিচার ব্যবস্থার উপর হামলা হয়েছে।নিরপরাধ প্রধান বিচারপতিকে জোর করে দেশ থেকে বের করে দিয়েছে। আমরা আন্দোলন করেছি দেশের আইনের শাসনের জন্য,আমরা আন্দোলন করেছি বিচার বিভাগকে সম্মুনত রাখার জন্য।

তিনি প্রশ্ন রেখে বলেন, আইনের যদি শাসন না থাকলে আইনজীবিদের কোন প্রয়োজনীয়াত আছে কি?, যদি দেশের মানবাধিকার রক্ষা করতে হয়, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হয়, দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হয় তাহলে অবশ্যই বিচার ব্যবস্থাকে সম্মুনত রাখতে হবে আর বিচার ব্যবস্থাকে সম্মুনত রাখে হলে সারা দেশের আইনজীবিদের ভূমিকা রাখতে হবে।

.

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, দেশের বিচার বিভাগে আজ মহাসংকট চলছে। সরকার স্বাধীন বিচার ব্যবস্থা ধ্বংস করে দলীয় বিচার ব্যবস্থা কায়েম করতে চায়। প্রধান বিচারপতি সরকারের অন্যায় আবদার রক্ষা করেনি বলে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। প্রধান বিচারপতির প্রতি অন্যায় আচরণের কারনে বর্তমানের দেশের ৭টি আইনজীবি সমতির নির্বাচনে আওয়ামীলীগের ভরাডুবি হয়েছে। চট্টগ্রামেও তাদের ভরাডুবি হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্নমহাসচিব এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, দেশের বিচার ব্যবস্থা আজ ভাল নয়। মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে।বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ্ত চলছে তাই দলীয় নেতাকর্মীরা জামিন পাচ্ছেনা বলে অভিযোগ করেন তিনি।

আইনজীবি ঐক্য পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির আহবায় এ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর সভাপতিত্ব অনুষ্ঠানে সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সমন্বয়কারী এড. মো: জহুরুল আলম। বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী এড. এ.এস.এম বদরুল আনোয়ার, সাধারণ প্রার্থী এড. নাজিম উদ্দীন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক এড. মো: কবির হোসাইন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ল’ইয়ার্স কাউন্সিলের এড. শামসুল আলম। অন্যান্যের মধ্যে উপিস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র সহ-সভাপতি এড. এস.ইউ.এম নুরুল ইসলাম, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. কপিল উদ্দীন চৌধুরী, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি এড. নাছির উদ্দিন, ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক এড. আব্দুল মালিক, এড., সৈয়দ সালাউদ্দিন, এড. আব্দুল মালেক, এড. আব্দুস সাত্তার সরোয়ার, এড., মফিজুল হক ভূঁইয়া, এড. কাজী সাইফুদ্দীন আহম্মদ চৌধুরী, এড. রফিক আহমদ, এড. হায়দার মোহাম্মদ সোলায়মান, এড., আব্দুল খালেক শাহাজান, এড. সিরাজুল ইসলাম চৌধুরী, এড. কাশেম চৌধুরী, এড. আজিজুল হক চৌধুরী, এড. রওশন আরা বেগম, এড., আকবর আলী, এড. কাজী মো: সিরাজ, এড. সেলিমা খানম, এড. আবুল হাসান শাহাব উদ্দীন, এড. এইচ.এস. আবুল হাসান, এড. ফৌজুল আমিন, এড. আশফাক আহমদ, এড. নাছিমা আক্তার চৌধুরী, এড. হাসান মাহমুদ চৌধুরী, এড. সৈয়দ আহমদ শিকদার, এড. তাজুল ইসলাম, এড. মো: ওসমান, এড. আব্দুস সবুর, এড. জসীম উদ্দীন, এড. মুরশিদ আলম, এড. এরশাদুর রহমান রিটু, এড. এস.এম. ইকবাল চৌধুরী, এড. সেলিম উদ্দীন শাহীন, এড. নোজাম উদ্দীন, এড. সাইফুদ্দীন মানিক, এড. মোহাম্মদ আরশাদ, এড হাসানুদৌলা মিনার, এড., মোজাফর আহমদ, এড. দেলোয়ার হোসেন, এড. আনোয়ার হোসেন প্রমুখ আইনজীবী নেতৃবৃন্দ।

৩ মন্তব্য
  1. Nurul Kibria বলেছেন

    বাকি কি আছে…?

  2. Shoyeb Nayeem বলেছেন

    বিএনপির কাছে সর্বোচ্চ আদালত হচ্ছে ‘তারেক জিয়া’ !

    1. Saiful Islam Shilpi বলেছেন

      কারো কারো কাছে যদি উচ্চ আদালত পেটিকোট হয় তাহলে তারেক জিয়াই বেটার।