অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফটিকছড়িতে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সংঘর্ষ: আহত ৩

0
.

জেলার ফটিকছড়িতে স্বেচ্ছাসেবলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছে। তাদের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ নানুপুর ইউনিয়নের কালুমুন্সির হাটে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় কালু মুন্সির হাটের সোসাল ইসলামী ব্যাংকের নীচে অপেক্ষমান স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের দুই গ্রুপে ব্যাপক সংঘর্ষ হয়। এক গ্রুপ অপর গ্রুপকে ধারালো কিরিছ ও লাঠিসোটা দিয়ে মারধর করে। এসময় বাজারে আতংক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ করে দিকবিদিক ছুটতে থাকে।

এসময় উত্তর জেলা ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক আছলাম হোসেন মামুন (২৫), ইউনিয়ন যুবলীগ নেতা মিরু (৩৪), মনিরুল ইসলাম রনজু (৩২) ধারালো কিরিছের কোপে আহত হয়। মামুনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। তার ডান হাতে বেশ কাটা গেছে।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের দুই গ্রপে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।