অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাংবাদিক হেলাল হুমায়ুনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

1
.

প্রখ্যাত সাংবাদিক, দৈনিক নয়াদিগন্তের সাবেক চট্টগ্রাম ব্যুরো প্রধান, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব হেলাল হুমায়ুনের প্রথম মৃত্যু বার্ষির্কী আজ ৩০ অক্টোবর সোমবার।

এ উপলক্ষে নগরের কাতালগঞ্জ ফিফ্থ অ্যাভিনিউ কনভেনশন হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পরিবারের পক্ষ থেকে।

সেখানে বাদ মাগরিব খতমে কোরআন ও মিলাদ, সন্ধ্যা ৭টায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিল এবং মেজবানের আয়োজন করা হয়েছে।

আজ বিকাল ৪টায় দৈনিক নয়াদিগন্ত চট্টগ্রাম ব্যুরোতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন নয়াদিগন্ত পরিবার।

সাতকানিয়ায় তাঁর প্রতিষ্ঠিত আল হেলাল আদর্শ ডিগ্রী কলেজ, তালগাঁও আল-হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আল-হেলাল মহিলা মাদরাসা ও চট্টগ্রাম ইউনানি তিববিয়া কলেজে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে।

এছাড়া চট্টগ্রাম বিভাগীয় সমাজ কল্যাণ ফেডারেশন, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বাংলাদেশ, সাতকানিয়া-লোহাগাড়া সমিতি মৃত্যু বার্ষিকী উপলক্ষে পৃথক দোয়া মাহফিলের আয়োজন করেছে।

বহুমূখী প্রতিভা ও একজন সফল সাংবাদিক মরহুম হেলাল হুমায়ুন কবি ও হাকিম মাওলানা ইসমাঈল হিলালীর পুত্র। তিনি ১৯৫৬ সালের ১৫ জুন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার তালগাঁও গ্রামে জন্মগ্রহন করেন এবং ২০১৬ সালের ৩০ অক্টোবর ইন্তেকাল করেন।